লাল সবুজের মোমেন্টামের সূচনা মিথুনের হাত ধরেই

ছবি: মিথুন ও মুশফিক

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপের প্রথম ম্যাচেই দারুণ ব্যাটিং পারফর্মেন্স উপহার দিয়ে লাইম লাইটে উঠে এসেছেন ওপেনার মোহাম্মদ মিথুন। তাঁর ৬৩ রানের ইনিংসটিতে ছিল দারুণ দায়িত্বশীলতার ছোঁয়া। এক কথায় বলা যায় এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে তাঁর হাত ধরেই মোমেন্টাম পেয়েছে বাংলাদেশ।
লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার প্রথম ওভারেই যখন লিটন এবং সাকিব আউট হয়ে ফিরে যান তখনই ব্যাটিংয়ে নামেন মিথুন। এরপর হাতে আঘাত পেয়ে তামিম ইকবাল মাঠ ছাড়লে মুশফিকুর রহিমকে সাথে নিয়ে ১৩১ রানের জুটি গড়েন মিথুন।
দ্রুত উইকেট হারিয়ে যখন মাত্র ১০ ওভারে ২৪ রান ছিল দলের তখনই খোলস ছেড়ে বের হয়ে আসেন মিথুন। এক প্রান্তে মুশফিক যখন ধরে খেলার মাধ্যমে বিপর্যয় কাটানোর প্রচেষ্টায় রত ছিলেন, অপরপ্রান্তে তখন মিথুন খেলছিলেন হাত খুলেই।

আর সেই কারণেই ২০ ওভারের মাথায় দলীয় শতক পার করতে সক্ষম হয়েছিল বাংলাদেশ। যেখানে রান রেটের পরিমাণ ছিল ওভার প্রতি ৫। দিন শেষে যদিও জয়ের নায়ক ছিলেন মুশফিক, তবে এক্ষেত্রে কোন অংশেই অবদান কম ছিল না মিথুনের।
মুশফিককে যথাযথ সাপোর্ট প্রদান করা মিথুন তাই প্রশংসা কুড়িয়েছেন ভক্ত থেকে থেকে শুরু করে সাবেক অনেক ক্রিকেটারেরও। দেশের স্বনামধন্য কোচ নাজমুল আবেদিন ফাহিমও দারুণ সন্তুষ্ট মিথুনের এই ইনিংসটিতে। মুশফিকের মতো ধরে না খেলার কারণে এই ব্যাটসম্যানকে বাহবা দিয়েছেন তিনি। বলেছেন,
'মিথুন যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছে। ও ধীর গতিতে খেলেনি। মুশফিক শুরুতে ধীরে খেলছিল, সে যদি ধীরে খেলত তাহলে শ্রীলঙ্কার চড়াও হওয়ার সুযোগ ছিল। আর মিথুন ওই ইনিংসটা খেলার কারণে মুশফিক সময়টা নিতে পেরেছে। তা না হলে মুশফিকের ওপর চাপ চলে আসত।'
শুধু তাই নয়, এশিয়া কাপে যে টাইগারদের যে মোমেন্টাম প্রয়োজন ছিল সেটি এসেছে মিথুনের হাত ধরেই বলে মনে করেন সাকিব তামিমদের একসময়কার মেন্টর ফাহিম। মিথুনের শট খেলার সামর্থ্য নিয়েও সন্দেহ নেই তাঁর। তাই তিনি বলেন,
'আমি বলব, মিথুন দারুন একটি ইনিংস খেলেছে। আর এই এশিয়া কাপে শুরুর ম্যাচে আমাদের যেই মোমেন্টামটা দরকার ছিল, সেটা কিন্তু শুরু হয়েছে মিথুনকে দিয়ে। আমি খুব খুশি হয়েছি তাঁর ইনিংসে। ওর কিন্তু বড় শট খেলার ক্ষমতা আছে, আমরা যেই ধরনের ক্রিকেট খেলতে যাচ্ছি, এখানে বড় শট খেলার সামর্থ্য থাকতে হবে।'
বেশ কিছুদিন থেকেই মিডল অর্ডারে একজন আদর্শ ব্যাটসম্যানের খোঁজে রয়েছে বাংলাদেশ। এই পজিশনে মিথুন ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারলে যে অনেকটাই অভাব পূরণ হবে টাইগারদের তা বলাই বাহুল্য। ফাহিমের ভাষায়,
'২৫০-৬০ রান কিন্তু কখনই উইনিং স্কোর না। আমাদের ২৯০-৩০০ রান করতে হবে, তখন আমাদের এই ধরনের ব্যাটসম্যান লাগবে, যারা বড় শট খেলতে পারে। মিথুন যদি মিডেল অর্ডারে এমন দায়িত্ব পালন করতে পারে, তাহলে আমাদের জন্য ভাল হবে।'