ফিল্ডিংয়ের সেরা দল বাংলাদেশ!

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ফিল্ডিং নিয়ে সমস্যা আজকের নয় বাংলাদেশ দলের। এমন অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে যেখানে বাজে ফিল্ডিংয়ের কারণে বড় ধরণের মাশুল দিতে হয়েছে টাইগারদের। তবে আশার কথা হল এই সমস্যা গত দুই বছরে অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে বাংলাদেশ। অন্তত পরিসংখ্যান দেখে সেটাই মালুম হচ্ছে।
সবথেকে অবাক করা বিষয় হল যে দলটি ফিল্ডিং নিয়ে গলদঘর্ম হয়ে এসেছে বছরের পর বছর সেই দলটিই গত দুই বছরে রান আউটের সংখ্যার দিক থেকে দ্বিতীয় সেরা দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে!
দুই বছরে এখন পর্যন্ত ৩২টি ম্যাচে মোট ২৩টি রান আউট করতে পেরেছে বাংলাদেশ। যেখানে আউটের অনুপাতের পরিমাণ ০.৬৬ শতাংশ।

তালিকার শীর্ষে থাকা দলের নাম শুনলে অবশ্য আরও অবাক হওয়ার কথা। শরীরী ভাষা এবং ফিল্ডিংয়ে অদক্ষতার কারণে অনেকদিন থেকে সমালোচিত হওয়া সেই দেশটির নাম পাকিস্তান।
গত দুই বছরে ফিল্ডিংয়ে বেশ অনেক উন্নতি করেছে পাকিস্তানীরা। ৩২ ম্যাচে ২৩টি রান আউট নিয়ে তালিকার শীর্ষে থাকা দলটির অনুপাত ০.৭২ শতাংশ।
তালিকার তৃতীয়তে আছে পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত। গত দুই বছরে ৪৩টি ম্যাচে ২৫টি রান আউট করতে পেরেছে তারা। যেখানে তাদের আউটের অনুপাত ০.৫৮ শতাংশ। এরপর চতুর্থ এবং পঞ্চমে আছে যথাক্রমে আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ড।
সম্প্রতি টেস্ট স্ট্যাটাস পাওয়া আইরিশরা ফিল্ডিংয়ে যথেষ্ট উন্নতি করেছে সম্প্রতি। দুই বছরে ৩১টি ম্যাচে ১৭টি রান করতে পেরেছে তারা (অনুপাত ০.৫৫)। অপরদিকে কিউইরা ৪১টি ম্যাচ খেলে রান আউট করতে পেরেছে মোট ২২টি। যেখানে তাদের অনুপাত ০.৫৪ শতাংশ।
গত দুই বছরে রান আউটের দিক থেকে শীর্ষ ১০ দেশের তালিকা-
দল | ম্যাচ | রান আউটের সংখ্যা | ??ান আউটের অনুপাত |
পাকিস্তান | ৩২ | ২৩ | ০.৭২ |
বাংলাদেশ | ৩২ | ২১ | ০.৬৬ |
ভারত | ৪৩ | ২৫ | ০.৫৮ |
আয়ারল্যান্ড | ৩১ | ১৭ | ০.৫৫ |
নিউজিল্যান্ড | ৪১ | ২২ | ০.৫৪ |
দক্ষিণ আফ্রিকা | ৩৬ | ১৮ | ০.৫০ |
ইংল্যান্ড | ৪২ | ১৮ | ০.৪৩ |
শ্রীলঙ্কা | ৪৫ | ১৯ | ০.৪২ |
ওয়েস্ট ইন্ডিজ | ৩৯ | ১২ | ০.৩১ |
জিম্বাবুয়ে | ৩৭ | ১১ | ০.৩০ |
অস্ট্রেলিয়া | ৩৪ | ১০ | ০.২৯ |
আফগানিস্তান | ৩৪ | ৯ | ০.২৬ |