এপিএলে তামিম-মুশফিকদের ম্যাচের সূচি

ছবি: এপিএল

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তান প্রিমিয়ার লীগের (এপিএল) প্রথম আসরেই খেলার সুযোগ পেয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল এবং উইকেটরক্ষক মুশফিকুর রহিম।
নঙ্গরহার দলটির হয়ে মাঠ মাতাতে দেখা যাবে তাঁদের। প্রকাশিত সূচি অনুযায়ী আগামী মাসের ৬ তারিখেই নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে তামিম, মুশফিকের দল।

যেখানে তাঁদের প্রতিপক্ষ থাকছে কান্দারহার। এরপরের দিন অর্থাৎ ৭ই অক্টোবর পাকতিয়ার বিপক্ষে খেলবে তারা।
উল্লেখ্য আগামী মাসের ৫ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে এইপিএল। আর উদ্বোধনী ম্যাচে কাবুলের বিপক্ষে মাঠে নামবে পাকতিয়া।
দেখে নিন আফগানিস্তান প্রিমিয়ার লীগে (এপিএল) তামিম-মুশফিকদের ম্যাচগুলোর সূচি-
তারিখ | দিন | ম্যাচ |
৬ই অক্টোবর | শনিবার | নঙ্গরহার বনাম কান্দারহার |
৭ই অক্টোবর | রবিবার | পাকতিয়া বনাম নঙ্গরহার |
৯ই অক্টোবর | মঙ্গলবার | কাবুল বনাম নঙ্গরহার |
১১ই অক্টোবর | বৃহস্পতিবার | নঙ্গরহার বনাম বালখ |
১২ই অক্টোবর | শুক্রবার | কাবুল বনাম নঙ্গরহার |
১৩ই অক্টোবর | শনিবার | কান্দাহার বনাম নঙ্গরহার |
১৪ই অক্টোবর | রবিবার | নঙ্গরহার বনাম পাকতিয়া |
১৭ই অক্টোবর | বুধবার | নঙ্গরহার বনাম বালখ |
নঙ্গরহার স্কোয়াড- আন্দ্রে রাসেল, তামিম ইকবাল, মুজিব জাদরান, বেন কাটিং, শফিকুল্লাহ শাফাক, নাজিবুল্লাহ তারাকি, মিচেল ম্যাকক্লেনেগান, মুশফিকুর রহিম, মোহাম্মদ হাফিজ, রহমত শাহ, নাভিন উল হক, জাহির খান, সন্দ্বীপ লামিচানে, ফজল হক, ইমরান জানাত, নাসরাতুল্লাহ কুরেশি, খাইবার ওমর, ইব্রাহিম জাদরান, ফাল নাজাই।