এপিএলের চূড়ান্ত সূচি ঘোষণা

ছবি: এপিএল

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বের বড় বড় টি টুয়েন্টি লীগের আদলে এবার আফগানিস্তানও আয়োজন করতে যাচ্ছে তাদের নিজস্ব টি টুয়েন্টি টুর্নামেন্ট। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া আফগানিস্তান প্রিমিয়ার লীগের (এপিএল) সেই আসরে অংশ নিবে মোট পাঁচটি দল।

মূলত আফগানিস্তানের পাঁচটি অঞ্চলের নামে দলগুলো গঠন করা হয়েছে। এই দলগুলো হল নঙ্গরহার, পাকতিয়া, কাবুল, বালখ এবং কান্দাহার। যেখানে নঙ্গরহারের হয়ে খেলবেন দুই বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম।
সবকিছু ঠিক থাকলে আগামী মাসের পাঁচ তারিখে সংযুক্ত আরব আমিরাতের মাঠে শুরু হবে এই টুর্নামেন্টটি। এদিকে এরই মধ্যে লীগটির চূড়ান্ত সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসি বি)। যেখানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কাবুল এবং পাকতিয়া দল দুটি।
দেখে নিন আফগানিস্তান প্রিমিয়ার লীগের (এপিএল) পূর্ণাঙ্গ সূচি-
সংখ্যা | তারিখ | দিন | ম্যাচ |
১। | ৫ই অক্টোবর | শুক্রবার | কাবুল বনাম পাকতিয়া |
২। | ৬ই অক্টোবর | শনিবার | নঙ্গরহার বনাম কান্দাহার |
৩। | ৬ই অক্টোবর | শনিবার | কাবুল বনাম বালখ |
৪। | ৭ই অক্টোবর | রবিবার | পাকতিয়া বনাম নঙ্গরহার |
৫। | ৭ই অক্টোবর | রবিবার | বালখ বনাম কান্দাহার |
৬। | ৯ই অক্টোবর | মঙ্গলবার | কাবুল বনাম নঙ্গরহার |
৭। | ১০ই অক্টোবর | বুধবার | পাকতিয়া বনাম বালখ |
৮। | ১১ই অক্টোবর | বৃহস্পতিবার | কান্দাহার বনাম কাবুল |
৯। | ১১ই অক্টোবর | বৃহস্পতিবার | নঙ্গরহার বনাম বালখ |
১০। | ১২ই অক্টোবর | শুক্রবার | পাকতিয়া বনাম কান্দাহার |
১১। | ১২ই অক্টোবর | শুক্রবার | কাবুল বনাম নঙ্গরহার |
১২। | ১৩ই অক্টোবর | শনিবার | বালখ বনাম পাকতিয়া |
১৩। | ১৩ই অক্টোবর | শনিবার | কান্দাহার বনাম নঙ্গরহার |
১৪। | ১৪ই অক্টোবর | রবিবার | কাবুল বনাম বালখ |
১৫। | ১৪ই অক্টোবর | রবিবার | নঙ্গরহার বনাম পাকতিয়া |
১৬। | ১৬ই অক্টোবর | মঙ্গলবার | কাবুল বনাম কান্দাহার |
১৭। | ১৭ই অক্টোবর | বুধবার | নঙ্গরহার বনাম বালখ |
১৮। | ১৭ই অক্টোবর | বুধবার | কান্দাহার বনাম পাকতিয়া |
১৯। | ১৮ ই অক্টোবর | বৃহস্পতিবার | কান্দাহার বনাম বালখ |
২০। | ১৮ই অক্টোবর | বৃহস্পতিবার | কাবুল বনাম পাকতিয়া |
২১। | ১৯শে অক্টোবর | শুক্রবার | সেমি ফাইনাল-১ |
২২। | ২০শে অক্টোবর | শনিবার | সেমি ফাইনাল-২ |
২৩। | ২১শে অক্টোবর | রবিবার | ফাইনাল |