এটা আমার জীবনের সেরা ইনিংসঃ- মুশফিক

ছবি: মুশফিকুর রহিম

|| ডেস্ক রিপোর্ট ||
দলের ভয়ানক বিপদের সময়েই নিচের ক্যারিয়ার সেরা পারফর্মেন্স উপহার দিয়েছেন মুশফিকুর রহিম। শ্রীলংকার বিপক্ষে তার ১৪৪ রানের ইনিংসটি আজ সন্ধ্যা পর্যন্ত যেকোনো বাংলাদেশীর চোখে 'সেরা মুশফিকীয় ইনিংস' ছিল।
আর রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের খোদ মুশফিকই জানিয়েছেন, এই ইনিংসটি আসলেই তার ক্যারিয়ার সেরা! ১১ টি চার ও চারটি ছক্কায় সাজানো এই ইনিংস নিয়ে মুশফিক বলেন,

'এই মুহূর্তে আমি শুধু একটা কথাই বলতে পারি, তা হচ্ছে এখন পর্যন্ত এই ইনিংসটি আমার জীবনে খেলা সেরা ইনিংস। আসলে অনেকেই বলেছে আমাকে একই কথা (সেঞ্চুরিটি সেরা ইনিংস)। কিন্তু আমি চেষ্টা করব ভবিষ্যতে এর চেয়েও ভাল ইনিংস খেলার।'
উল্লেখ্য, মোহাম্মদ মিথুনের সঙ্গে তার ১৩৩ রানের জুটিটিই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে লঙ্কানদের। এরপরে মিথুন ৬৩ রানে ফিরলেও শেষদিকে তামিমকে নিয়ে দলের রানের খাতায় আরও ৩২ রান যোগ করেন মুশফিক।
তবে এই ইনিংসেই সন্তুষ্ট থাকতে চান না তিনি। ভবিষ্যতে আরও এমন ম্যাচ উপহার দিতে চান টাইগার সমর্থকদের। সাংবাদিকদের এই প্রসঙ্গে আরও জানিয়েছেন,
'সত্যি কথা বলতে, আমার পারফর্মেন্সে জয় আসলে ভালই লাগে। কিন্তু আমি এগুলো নিয়েই পড়ে থাকতে চাই না। আমি আরও বেশি ম্যাচ পারফর্ম করতে চাই এবং আরও পারফর্মেন্সের মধ্য দিয়ে আরও বেশি ম্যাচ জিততে চাই।'