ফকনারের বিশ্বকাপ স্বপ্ন

ছবি: জেমস ফকনার

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের আগেই অস্ট্রেলিয়া দলে ফিরতে চান অলরাউন্ডার জেমস ফকনার। খেলতে চান ২০১৯ সালে অনুষ্ঠেয় ইংল্যান্ড বিশ্বকাপ। দলে ফিরতে পারলে ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন বলে মনে করছেন তিনি।
'অস্ট্রেলিয়ার হয়ে পুনরায় খেলার আশা আমি ছাড়তে পারিনা। আমার মনে হয় দলকে দেওয়ার মতো এখনো কিছু আছে আমার মধ্যে, এছাড়া ইংলিশ কন্ডিশনে খেলার অভিজ্ঞতাও কাজে লাগাতে পারব।'

আপাতত ঘরোয়া লীগে ভাল খেলার স্বপ্ন দেখছেন তিনি; 'আমি জানি, এসব অভিজ্ঞতা কোনোই কাজে আসবে না, যদি তাসমানিয়ার হয়ে আমি ভাল কিছু করে দেখাতে না পারি। আপাতত তাসমানিয়ার হয়ে ভাল খেলাই লক্ষ্য।'
উল্লেখ্য, অস্ট্রেলিয়া দলের কেন্দ্রীয় চুক্তি থেকে গতবারই বাদ পড়েছেন এই অজি ক্রিকেটার। কুনুইয়ের ইনজুরি এবং অফফর্মের কারণে পরে আর জাতীয় দলে ফেরা হয়নি তার।দলে ফিরে ২০১৯ সালের বিশ্বকাপ জিততে চান ২৮ বছর বয়সী এই অলরাউন্ডার ।
'আমি দলের হয়ে বিশ্বকাপ ধরে রাখতে সাহায্য করতে পারলে খুবই খুশি হব। অস্ট্রেলিয়ার এই দলের হয়ে আমি খেলতে চাই। আমার কুনুইয়ে ইনজুরির সমস্যা নেই এখন।'
উল্লেখ্য, অস্ট্রেলিয়া দলের হয়ে ৬৯ টি ওয়ানডে খেলেছেন ফকনার। টি-টুয়েন্টি খেলছেন ২৪ টি। দলের হয়ে সাদা পোশাকে এক ম্যাচ খেলার অভিজ্ঞতাও আছে তার। তবে দলের হয়ে ফকনার শেষবার ওয়ানডে খেলেছিলেন ২০১৭ সালের অক্টোবরে, ভারতের বিপক্ষে।