promotional_ad

মুশফিকের ইনিংসটি আমার দেখা সেরা ইনিংসঃ পারভেজ মাহরুফ

দারুণ ইনিংসটি খেলার পথে মুশফিক
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলংকার বিপক্ষে মুশফিকুর রহিমের ১৪৪ রানের ইনিংসটি ছিল তার নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা এক সেঞ্চুরি। প্রতিকূল অবস্থায় ব্যাটিংয়ে নেমে শেষ ওভার পর্যন্ত টিকে থেকে ১১ টি চার ও চারটি ছক্কায় মুশফিক যে ইনিংসটি খেলেছেন তা এক কথায় অনন্যসাধারণ।


ম্যাচটিতে শুরু থেকেই রক্ষণাত্মক মনোভাবে খেলছিলেন মুশফিক, তাকে সঙ্গ দিয়ে তুলনামূলক আগ্রাসী ছিলেন মোহাম্মদ মিথুন। কিন্তু শেষের দিকে একের পর এক উইকেট পড়ার পরেও একপ্রান্ত আগলে খেলেছেন মুশফিক।



promotional_ad

এরপরে তামিম উইকেটে আসলে বিধ্বংসী হয়ে ওঠেন তিনি। মুশফিকের এই ইনিংসটিকে নিজের দেখা সবচেয়ে সেরা ইনিংস বলে মনে করছেন সাবেক লঙ্কান অলরাউন্ডার পারভেজ মাহরুফ। ক্রিকবাজের আলোচনা অনুষ্ঠানে এসে তিনি বলেন,


'একদম মনোমুগ্ধকর ইনিংস। মুশফিক ব্যাটিং এর সকল বিভাগ স্পর্শ করেছেন এক ইনিংসে। কখনো আক্রমণ করতে হবে, ডিফেন্স করতে হবে, তিনি সব দেখিয়ে দিয়েছেন। 


'সব মিলিয়ে তার ইনিংসটি একটি পূর্ণাঙ্গ ওয়ানডে ইনিংস ছিল। আমি বলব, মুশফিকের ইনিংসটি দীর্ঘ সময়ে আমার দেখা অন্যতম সেরা ইনিংস গুলোর একটি ছিল অবশ্যই।' 



তবে একই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধ্বস আসার পরেও তা থেকে দলকে টেনে তুলতে পারেননি লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। মাহরুফের মতে, মুশফিকের মতো করে ইনিংস গড়ার সুযোগ ছিল ম্যাথিউসের সামনে, যা করতে তিনি পুরোই ব্যর্থ। 


'মুশফিকুর রহিম বাংলাদেশের হয়ে চার নম্বরে নেমে এমন ব্যাটিং করছেন, ঠিক এই কাজটিই অ্যাঞ্জেলো ম্যাথিউসের করা উচিত। দ্রুত উইকেট পতন ঘটেছিল, কিন্তু সে (মুশফিক) যখন উইকেটে জমে গেল, তারপর তাকে থামান খুব কঠিন ছিল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball