মুশফিকের ইনিংসটি আমার দেখা সেরা ইনিংসঃ পারভেজ মাহরুফ

ছবি: দারুণ ইনিংসটি খেলার পথে মুশফিক

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলংকার বিপক্ষে মুশফিকুর রহিমের ১৪৪ রানের ইনিংসটি ছিল তার নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা এক সেঞ্চুরি। প্রতিকূল অবস্থায় ব্যাটিংয়ে নেমে শেষ ওভার পর্যন্ত টিকে থেকে ১১ টি চার ও চারটি ছক্কায় মুশফিক যে ইনিংসটি খেলেছেন তা এক কথায় অনন্যসাধারণ।
ম্যাচটিতে শুরু থেকেই রক্ষণাত্মক মনোভাবে খেলছিলেন মুশফিক, তাকে সঙ্গ দিয়ে তুলনামূলক আগ্রাসী ছিলেন মোহাম্মদ মিথুন। কিন্তু শেষের দিকে একের পর এক উইকেট পড়ার পরেও একপ্রান্ত আগলে খেলেছেন মুশফিক।

এরপরে তামিম উইকেটে আসলে বিধ্বংসী হয়ে ওঠেন তিনি। মুশফিকের এই ইনিংসটিকে নিজের দেখা সবচেয়ে সেরা ইনিংস বলে মনে করছেন সাবেক লঙ্কান অলরাউন্ডার পারভেজ মাহরুফ। ক্রিকবাজের আলোচনা অনুষ্ঠানে এসে তিনি বলেন,
'একদম মনোমুগ্ধকর ইনিংস। মুশফিক ব্যাটিং এর সকল বিভাগ স্পর্শ করেছেন এক ইনিংসে। কখনো আক্রমণ করতে হবে, ডিফেন্স করতে হবে, তিনি সব দেখিয়ে দিয়েছেন।
'সব মিলিয়ে তার ইনিংসটি একটি পূর্ণাঙ্গ ওয়ানডে ইনিংস ছিল। আমি বলব, মুশফিকের ইনিংসটি দীর্ঘ সময়ে আমার দেখা অন্যতম সেরা ইনিংস গুলোর একটি ছিল অবশ্যই।'
তবে একই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধ্বস আসার পরেও তা থেকে দলকে টেনে তুলতে পারেননি লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। মাহরুফের মতে, মুশফিকের মতো করে ইনিংস গড়ার সুযোগ ছিল ম্যাথিউসের সামনে, যা করতে তিনি পুরোই ব্যর্থ।
'মুশফিকুর রহিম বাংলাদেশের হয়ে চার নম্বরে নেমে এমন ব্যাটিং করছেন, ঠিক এই কাজটিই অ্যাঞ্জেলো ম্যাথিউসের করা উচিত। দ্রুত উইকেট পতন ঘটেছিল, কিন্তু সে (মুশফিক) যখন উইকেটে জমে গেল, তারপর তাকে থামান খুব কঠিন ছিল।'