প্রথম ১০ ওভারের সেরা বোলার মাশরাফি

ছবি: মাশরাফি, ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৫ সালের পর থেকে বল হাতে দারুণ পারফর্মেন্স উপহার দিয়ে আসছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অভিজ্ঞ এই পেস তারকা ইনিংসের প্রথম ১০ ওভারে ব্রেক থ্রু এনে দেয়ার দিক থেকে বাংলাদেশি বোলারদের মধ্যে সবার ওপরে আছেন।
২০১৫ সাল থেকে এখন পর্যন্ত নড়াইল এক্সপ্রেস মোট ওয়ানডে ইনিংস খেলেছেন ৪৬টি এবং প্রথম ১০ ওভারে তাঁর উইকেট শিকারের সংখ্যা ২৩টি। যেখানে ইকোনমি রেট ৪.২৯ এবং গড় ৩৪.৫৬।

এই তালিকার দ্বিতীয়তে আছেন আরেক পেস তারকা মুস্তাফিজুর রহমান। ২২টি ইনিংসে প্রথম ১০ ওভারে মোট ১৩টি উইকেট শিকার করা ফিজের ইকোনমি রেট ৫.০১ এবং গড় ২৮.৫৩।
এরপর তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমে অবস্থান যথাক্রমে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং রুবেল হোসেনের। ২৪টি ম্যাচে ১২টি শিকার করা সাকিবের ইকনোমি রেটের পরিমাণ মোটে ৪.১৮ এবং গড় ২০.৯১।
অপরদিকে আরেক স্পিনার মিরাজ ১০টি ম্যাচ খেলে প্রথম ১০ ওভারে ৩টি উইকেট পেয়েছেন (ইকনোমি রেট ৪.৬৯, গড় ৫৬.৩৩)। আর তালিকার পাঁচে থাকা পেসার রুবেল এখন পর্যন্ত নিয়েছেন ৩টি উইকেট। এর জন্য অবশ্য তাঁকে খেলতে হয়েছে ১৮টি ওয়ানডে ইনিংস। তাঁর ইকোনমি রেট ৫.০৫ এবং গড়ের পরিমাণ ৬৭.৩৩।
প্রথম ১০ ওভারে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের তালিকা (বাংলাদেশের পক্ষে)-
বোলার | ইনিংস সংখ্যা | উইকেট সংখ্যা | ইকোনমি রেট | গড়ের পরিমাণ |
মাশরাফি বিন মর্তুজা | ৪৬ | ২৩ | ৪.২৯ | ৩৪.৫৬ |
মুস্তাফিজুর রহমান | ২২ | ১৩ | ৫.০১ | ২৮.৫৩ |
সাকিব আল হাসান | ২৪ | ১২ | ৪.১৮ | ২০.৯১ |
মেহেদী হাসান মিরাজ | ১০ | ৩ | ৪.৬৯ | ৫৬.৩৩ |
রুবেল হোসেন | ১৮ | ৩ | ৫.০৫ | ৬৭.৩৩ |