promotional_ad

ইতিহাসের সাক্ষী হতে উপচে পড়বে সিলেট

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দিয়েই প্রথমবারের মতো এই ফরম্যাটে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সিলেট ক্রিকেট স্টেডিয়াম। নভেম্বরের প্রথম সপ্তাহেই নয়নাভিরাম এই মাঠে খেলতে নামবে দুই দল।  


আর ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য এই ম্যাচে বিপুল পরিমাণ দর্শকের আগমন ঘটবে বলেই আশা করছেন ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলও মনে করছেন টেস্ট খেলা হলেও সিলেটের মতো দৃষ্টিনন্দন একটি স্টেডিয়ামে বসে খেলা দেখতে ছুটে আসবে ক্রিকেট প্রেমীরা,  



promotional_ad

'আমি মনে করি টেস্ট খেলা দেখার জন্য যারা আমজনতা, তারা মাঠে সেভাবে আসেন না। কিন্তু সিলেটের কথা ভিন্ন। আর যেহেতু প্রথম টেস্ট সিলেটে হচ্ছে ফলে আমি মনে করি এই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য এবং দৃষ্টিনন্দন একটি স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করার জন্য দর্শকেরা আসবে', সাংবাদিকদের বলেন নাদেল। 


তিনি আরও বলেন, 'আসলে আমাদের সিলেটে ক্রিকেট কিংবা ফুটবল যেটাই হোক না কেন যেকোনো দুইটি খেলাতেই কিন্তু আমাদের দর্শকদের যে উন্মাদনা দেখা যায় সেটি অন্যান্য জায়গায় তেমনভাবে চোখে পড়ে না। আমি মনে করি আমাদের ক্রিকেটের জন্য যে হাহাকার টি টুয়েন্টি কিংবা বিপিএলের জন্য থাকে, ওয়ানডেের জন্য থাকে সেটি টেস্টেও থাকবে।' 


এছাড়াও সিলেট স্টেডিয়ামের উইকেট কিরূপ হবে এই প্রশ্নের জবাবে নাদেল জানিয়েছেন নিজেদের সুবিধার কথা মাথায় রেখেই বানানো হবে সেখানকার উইকেট। তবে আইসিসির সকল নিয়ম কানুন মাথায় রেখে তবেই করা হবে সেটি। তাঁর ভাষায়,    



'দেখুন আসলে প্রথম টেস্ট। আমরা চাইবো আইসিসির যে নিয়ম কানুন রয়েছে সেগুলো যেন যথাযথভাবে পালন করা হয়। এরপরেও যেহেতু আমাদের নিজেদের ঘরে খেলা, সুতরাং কিছুটা হলেও যেন আমাদের সুবিধা হয় সেদিকে লক্ষ্য থাকবে যেটি প্রত্যেকেই করে আর আমরাও এর বাইরে নয়।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball