তামিমকে মনে রাখুক ইতিহাসঃ মাশরাফি

ছবি: ম্যাচের শুরুর দিকে ইনজুরি আক্রান্ত তামিম

|| ডেস্ক রিপোর্ট ||
২৩ বছর পরে খেলতে নেমেই দুবাইতে ইতিহাস সৃষ্টি করল মাশরাফি-সাকিবদের বাংলাদেশ। আর এই ম্যাচকে মানুষ মনে রাখবে মুশফিকুর রহিমের ক্যারিয়ার সেরা ইনিংসে এবং তামিমের আত্মনিবেদনে।
দলপতি মাশরাফি বিন মর্তুজাও মনে করছেন এমনটা। শেষ ব্যাটসম্যান হিসেবে তামিমের উইকেটে আসা এবং মুশফিক-মিথুনদের ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। মাশরাফির অনুরোধ, তামিমকে যেন মনে রাখে মানুষ।

'মুশফিক এবং মিথুনকে অবশ্যই ধন্যবাদ দিব। যেভাবে তারা ব্যাট করেছে টা আসলেই দারুণ। আর তামিমের কথা তো অবশ্যই বলব, সে যেভাবে ব্যাট করতে গেল, তা দারুণ। মানুষজনের উচিত তামিমকে মনে রাখা।'
একইসঙ্গে মাশরাফি দলের জুনিয়রদের থেকেও প্রত্যাশিত পারফর্মেন্স আশা করছেন। শ্রীলংকার বিপক্ষে ব্যাটিংয়ে ভাল করার সুযোগ মিললেও তা কাজে লাগাতে পারেননি মোসাদ্দেক-মিরাজরা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে মাশরাফি জানান,
'আমি মনে করি জুনিয়রদের এখন এগিয়ে আসা উচিত। এখনো অনেক কিছুই আছে উন্নতি করার মতো। পরবর্তী ম্যাচ গুলোতে আমরা আরও ভাল ব্যাট করার চেষ্টা করব। বোলিংয়েও কিছু বিষয় আছে উন্নতি করার।'
এদিকে আজকের ম্যাচে টসে জিতেছিল বাংলাদেশ। টসে জিতে ব্যাটিং নেওয়াতে কিছুটা সুবিধা হয়েছে টাইগারদের। তবে যেকোনো ইনিংসে ব্যাটিংয়ের প্রস্তুতি সেরে রাখতে রাখতে চান অধিনায়ক। আরব আমিরাতের প্রবাসী দর্শকদের প্রতিও প্রকাশ পেয়েছে তার কৃতজ্ঞতা।
'ভক্ত সমর্থকদের ধন্যবাদ। মাঠে এসে আমাদের অনুপ্রাণিত করার জন্য। পরবর্তী ম্যাচগুলোতেও আপনাদের সমর্থন আমাদের দরকার। এখন পর্যন্ত ভাল হয়েছে যে আমাদের ফিল্ডিং করতে হয়নি শুরুতে, তবে আসরের বাকী ম্যাচগুলোতে আমাদের তা করতে হতে পারে।'