promotional_ad

চাপ সরিয়ে নিয়েছে মিথুনঃ মুশফিক

মোহাম্মদ মিথুন
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


স্কোরবোর্ডে এক রান জমা হতেই টাইগারদের দুই উইকেট নেই। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে আরেক ওপেনার তামিম ইকবালও ফিরে গেছেন ইনজুরি আক্রান্ত হয়ে।


ঠিক ওই সময়ে দলের হয়ে হাল ধরেন মুশফিকুর রহিম এবং মোহাম্মদ মিথুন। মিথুন যেন এদিনে একটু বেশিই গুছিয়ে খেলছিলেন, অপরদিকে রয়েসয়ে খেলছিলেন মুশফিক।


৬৮ বলে পাঁচটি চার ও দুইটি ছয়ের সাহায্যে ৬৩ রান করে ফিরে যান মিথুন, আর এতেই দলের রান বাড়ানোর স্পৃহা খুঁজে পান মুশফিক। ইনিংসও শেষ করেন ১৪৪ রানে, ততক্ষণে টাইগারদের দলীয় স্কোরও পৌঁছে যায় ২৬১ তে।



promotional_ad

টাইগারদের ইনিংস শেষে মিথুনকে কৃতিত্ব দিতে ভোলেননি মুশফিক। 'উইকেট ব্যাটিং সহায়ক ছিল। প্রথম দশ ওভারে আমরা অনেক চাপে ছিলাম। নতুন বলে তারা ভাল বল করেছে। মিথুন আমার ওপর থেকে অনেক চাপ সরিয়ে নিয়েছে।'


'মাঝের ওভারগুলোতে সে দারুণ ব্যাট করেছে। এটাই আমার কাজ সহজ করে দিয়েছে। বোলাররা যদি ঠিক জায়গায় বল করতে পারে তাহলে বলে সুইং করবে মনে হচ্ছে।'


আর মুশফিকের প্রত্যাশা অনুযায়ী চলমান ম্যাচটিতে ভেলকি দেখিয়েছে টাইগার বোলাররা। শ্রীলংকাকে ১২৪ রানেই গুঁটিয়ে দিয়েছে তারা। বাংলাদেশ জিতেছে ১৩৭ রানে।


এদিকে ম্যাচটিতে ইনজুরি আক্রান্ত হওয়ার পরেও উইকেটে নেমে বিরল এক দৃষ্টি স্থাপন করেছেন তামিম। শেষ উইকেটে তামিমের ফিরে আসাতে আরও ৩২ রান করেন মুশফিক। তামিমের ব্যাপারে ইনিংসের মাঝে মুশফিক জানান,



'তামিমের কাজে অবশ্যই আমি অনেক অবাক হয়েছি। আমি অমনটা প্রত্যাশা করি নি। এটাই আসলে ক্রিকেটের প্রতি তার দায়িত্ববোধ। আমরা যদি কোনোভাবে এই ম্যাচ জিতে যাই, তাহলে এটা হবে অবিস্মরণীয়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball