অবিস্মরণীয় ইনিংসে যেসব রেকর্ডের সঙ্গী মুশফিক

দুর্দান্ত ইনিংস খেলার পথে মুশফিকুর রহিম
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ব্যক্তিগত রান করার পাশাপাশি বেশ কিছু রেকর্ডের সঙ্গী হয়েছেন মুশফিকুর রহিম। প্রথমত ওয়ানডে ক্রিকেটে কোন বাংলাদেশীর ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয়তে তিনি।


প্রথমে আছেন তামিম ইকবাল। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৪ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন তিনি। এছাড়া ১১ টি চার ও চারটি ছক্কার সাহায্যে ১৫০ বলে করা ১৪৪ রানের মুশফিকীয় ইনিংসটি এশিয়া কাপে বাংলাদেশী কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ। 


শ্রীলংকার বিপক্ষে কোনো বাংলাদেশী ব্যাটসম্যানের করা সর্বোচ্চ রানও এটি। তাছাড়া মুশফিকের ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ রানও এটি। রেকর্ডের খাতা এখনই শেষ নয়!


promotional_ad

এশিয়া কাপে উইকেটকিপার ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসটিও এখনো মুশফিকের নামে। এছাড়া এশিয়া কাপে ব্যক্তিগত সর্বোচ্চের তালিকায় ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরির স্বাদ পাওয়া মুশফিক আছেন ভিরাট কোহলির পরে।


২০১২ সালে করা কোহলির ব্যক্তিগত সর্বোচ্চের ইনিংসটি ছিল ১৮৩ রানের, পাকিস্তানের বিপক্ষেই। তালিকায় যৌথভাবে দ্বিতীয়তে আছেন মুশফিক। তার আরেক সঙ্গী পাকিস্তানের ইউনিস খান।


২০০৪ সালে হংকংয়ের বিপক্ষে ১৪৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এছাড়া শেষ উইকেটে কোনো ওপেনারের উপস্থিতিতে তার সঙ্গে জুটি গড়ার তালিকায় এক নম্বরে আছেন তামিম-মুশফিকের জুটিটি।


১৬ বলে এই জুটি করেছে ৩২ রান, পুরোটাই অবশ্য আসে মুশফিকের ব্যাট থেকে। হাতের ইনজুরিতে এশিয়া কাপ শেষ হয়ে যাওয়া তামিম এদিনে নেমে রীতিমতো ইতিহাস সৃষ্টি করলেন।


উল্লেখ্য, কোন ওপেনার যদি খেলার শুরুতে অবসর নিয়ে শেষ উইকেটে ফেরত এসে জুটি গড়ে, এখানে অমন অবস্থার কথাই বলা হচ্ছে। 


এই তালিকায় দ্বিতীয়তে আছেন ডেমিয়েন মার্টিন এবং গ্লেন ম্যাকগ্রা। ২০০০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অকল্যান্ডে শেষ উইকেটে ৩১ রানের জুটি গড়েছিলেন তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball