এ এক অন্য তামিম!

ছবি: তামিম ইকবাল

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের ইনিংস চলাকালে ৪৬ ওভার পাঁচ বল, দলের রান তখন নয় উইকেটে ২২৯ রান। মাত্রই বড় ধরণের রানআউট হয়ে ফিরছেন মুস্তাফিজুর রহমান।
মাঠের দর্শক থেকে শুরু করে টিভির পর্দার দর্শক-- প্রত্যেকেই ভাবছেন বাংলাদেশের ইনিংস শেষ হয়ে গেল। জনপ্রিয় পোর্টাল ক্রিকবাজ তো তখন ইনিংস বিরতির আলোচনাও শুরু করে দিয়েছে!
কিন্তু একি! সবাইকে অবাক করে দিয়ে মাঠে নেমেছেন ওপেনার তামিম ইকবাল খান। তিনি মাঠে নামার একটু আগেই জানা গিয়েছিল ইনজুরিতে পরে এশিয়া কাপই শেষ তামিমের।

লঙ্কান পেসার সুরাঙ্গা লাকমলের বল হাতে লাগায় ইনিংসের শুরুর দিকেই উইকেট থেকে হাসপাতালে যান তামিম। হাতে প্লাস্টার নিয়ে ফিরে আসেন সেখান থেকে। পুরো সময়টায় টিভির পর্দায় দেখা যায়, হাতে প্লাস্টার নিয়েই বসে আছেন তামিম।
আর এই তামিমই কিনা মাঠে নামলেন! মাঠে নামার পরে তামিম খেলেছেন মাত্র একটি বল। কিন্ত লাসিথ মালিঙ্গার এক বছর পরে ক্রিকেটে ফেরা, মুশফিকের ক্যারিয়ার সেরা ওয়ানডে সেঞ্চুরি-- সবকিছুকেই ছাপিয়ে গিয়েছে তামিমের খেলা সেই একটি বল।
ইনজুরিগ্রস্ত বাম হাত কোমরের পেছনে রেখে ডান হাত দিয়ে অবলীলায় ব্যাট চালিয়েছেন তিনি! এ যেন হার না মানার সর্বোৎকৃষ্ট উদাহরণ। তামিমকে আরও কোনো বল মোকাবেলা করার সুযোগ দেননি মুশফিক।
শেষমেশ মুশফিকের ১৪৪ রানের সুবাদে ৪৯.৩ ওভারে ২৬১ রানে থামে বাংলাদেশ। তামিমের নামের পাশে তখন ৪ বলে অপরাজিত ২ রান। পরিসংখ্যান হয়তো ঠিক এতটুকই মনে রাখবে। কিন্তু যে দৃষ্টান্ত তামিম দেখালেন সেটা আগে দেখাতে পেরেছেন কয়জন?
দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ বা উইন্ডিজের ম্যালকম মার্শালরা হয়তো তালিকায় আছেন, কিন্তু তামিমের ঘটনাটি ছিল আরও বেশি হৃদয়গ্রাহী! ছলছল চোখে ইনিংস বিরতির মাঝে ধারাভাষ্যকারের সামনে সঙ্গী মুশফিক জানান,
'তামিমের কাজে অবশ্যই আমি অনেক অবাক হয়েছি। আমি অমনটা প্রত্যাশা করি নি। এটাই আসলে ক্রিকেটের প্রতি তার দায়িত্ববোধ। আমরা যদি কোনোভাবে এই ম্যাচ জিতে যাই, তাহলে এটা হবে অবিস্মরণীয়।'