বর্ণবাদ অভিযোগের তদন্তে ক্রিকেট অস্ট্রেলিয়া

ছবি: মইন আলী

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৫ সালের অ্যাশেজ সিরিজে চরমভাবে বর্ণবাদের শিকার হয়েছিলেন ইংলিশ অল??াউন্ডার মইন আলী। ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত সেই সিরিজে তাঁকে এক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ওসামা বিন লাদেন বলে স্লেজিং করেছিলেন।
যদিও সেই অজি ক্রিকেটারের নাম এখন পর্যন্ত জানাননি মইন। তবে নিজের আত্মজীবনীতে এই ঘটনাটি উল্লেখ করেছেন ইংলিশ অলরাউন্ডার। আর এতেই নড়েচড়ে বসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সিএর এক মুখপাত্র। সেই মুখপাত্র তদন্ত করা প্রসঙ্গে বলেছেন,
'এই ধরণের আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয় এই খেলাটিতে কিংবা আমাদের সমাজেও। আমাদের একটি স্বচ্ছ নীতি রয়েছে দেশকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে।'
এই ঘটনাটি যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হবে উল্লেখ করে তিনি আরও বলেন, 'আমরা এই বিষয়টিকে অনেক গুরুত্বসহকারে নিয়েছি এবং ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাথে বিষয়টি নিয়ে অতিসত্বর আলোচনা করছি এই ঘটনাটির সত্যতা সম্পর্কে জানতে।'
উল্লেখ্য ২০১৫ সালের অ্যাশেজ সিরিজটি ৩-২তে জিতেছিল ইংল্যান্ড। কিন্তু জয়ের আনন্দ ছাপিয়ে সেবার বর্ণবাদ ইস্যুতে তোলপাড় হয়েছিল গোটা ইংলিশ ক্রিকেট।