promotional_ad

তীব্র গরমে এক্সফ্যাক্টর হবে টসভাগ্য

প্রস্তুতি ক্যাম্পে বাংলাদেশ দল। ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরব আমিরাতে খেলতে হলে টস বড় ধরণের ফ্যাক্ট হয়ে দাঁড়াতে পারে। কেননা আরব আমিরাতে শেষ পাঁচটি ওয়ানডে ম্যাচের চারটি ম্যাচেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল জিতেছে।


কাজেই বাংলাদেশ যদি টসে জিতে ফিল্ডিং বেঁছে নেয়, অবাক হওয়ার কিছুই থাকবেনা। তবে কোনোভাবে যদি শ্রীলংকা দ্বিতীয় ইনিংসে ব্যাট ধরে, তাহলেও কিছুটা স্বস্তি খুঁজে নিতে পারে বাংলাদেশ।



promotional_ad

কেননা শেষ পাঁচটি ম্যাচের যে ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল জেতেনি, সেই দলটিই ছিল শ্রীলংকা! কিন্তু এগুলো নিছক পরিসংখ্যান। মাঠের ক্রিকেটে যে দল এগিয়ে থাকবে, ক্রিকেটের চিরায়িত নিয়মে সেই দলই জিতবে।


আশঙ্কাজনক বিষয় হচ্ছে দুবাইয়ের তাপমাত্রা ৩৩-৩৬ ডিগ্রী সেলসিয়াস থাকবে ম্যাচের দিন, যা ভোগাতে পারে টাইগারদের। আরেকটি বিষয়, প্রায় ২৩ বছর পরে আরব আমিরাতের মাঠে ওয়ানডে ক্রিকেট খেলবে বাংলাদেশ। শেষবার টাইগাররা আরব আমিরাতে খেলেছিল ১৯৯৫ সালের এশিয়া কাপে।


সেই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ছয় উইকেটে হেরেছিল টাইগাররা। অর্থাৎ, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে যখন খেলতে নামবে বাংলাদেশ, তখন সেই ভেন্যুতে অতীতের পারফর্মেন্স আশা জাগানিয়া নয় বাংলাদেশের।



কেননা ৯৫ সালের এশিয়া কাপে আরব আমিরাতে তিন ম্যাচে খেলে একটিতেও জয় পায়নি টাইগাররা। তবে তা ছিল আকরাম খানের বাংলাদেশ, তখন তো টেস্ট স্ট্যাটাসও মেলেনি বাংলাদেশের!


আর এখন ওই দল অনেক বেশি পরিণত-- মাশরাফি বিন মর্তুজার বাংলাদেশ। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমদের বাংলাদেশ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball