ভাল হোমওয়ার্কই স্বপ্ন দেখাচ্ছে মাশরাফিকে
ছবি: ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
এবারের এশিয়া কাপ অংশগ্রহণকারী সব দলের জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নিজেদের প্রস্তুতির উপরেও দারুণ ভরসা তার।
আসরে টাইগারদের প্রথম ম্যাচ শ্রীলংকার বিপক্ষে। আর সেই ম্যাচের দিকেই তাকিয়ে আছেন অধিনায়ক। আসর শুরুর আগের দিন ট্রফি উন্মোচন কালে গণমাধ্যমে জানিয়েছেন,

'এই আসর সবগুলো দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। আমাদের জন্যেও অনেক গুরুত্বপূর্ণ। আমাদের হোমওয়ার্ক (প্রস্তুতি) ভাল, আশা করি ভাল করব। প্রথম ম্যাচ শ্রীলংকার বিপক্ষে। ওই ম্যাচের দিকেই তাকিয়ে আছি।'
মাশরাফির বিশ্বাস এই আসরের পরে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসবে এশিয়ার ক্রিকেটারদের, আর সেটা আগামী বিশ্বকাপকে ঘিরেই। যদিও এশিয়া কাপই বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ না, তবে এটাকে খাটো করেও দেখছেন না মাশরাফি।
'বিশ্বকাপ এখনো অনেক দূরে, এখনো দশ মাস বাকী প্রায়। এশিয়া কাপের ব্যাপারে আমি বলব, সবাই এই আসরে জিততে ভালবাসে। এই আসরের পরে এক এক জনের দৃষ্টি ভঙ্গি হবে এক এক রকম।
'সবকিছুই তখন হয়ে যাবে বিশ্বকাপের উপরে নির্ভর করে। আমি বলবনা বিষয়টি অনেক জটিল, তবে প্রতিটি সিরিজের ম্যাচ বাই ম্যাচে উন্নতি করতে চাইবে সবাই।'