দুই বছর পর ওয়ানডেতে ফিরছেন 'স্টেইন গান'

ছবি: ডেল স্টেইন

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৬ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন প্রোটিয়া স্পিডস্টার ডেল স্টেইন। এরপর থেকে ইনজুরির কারণে আর ফেরা হয়নি তাঁর। এবার দীর্ঘ দুই বছর পর আবারও দেশের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে খেলতে যাচ্ছেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজের স্কোয়াডে ফিরেছেন স্টেইন। তাঁর পাশাপাশি দলে আরও ফিরেছেন শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্রামে থাকা স্পিনার ইমরান তাহির। বাকি দুই স্পিনার হিসেবে স্কোয়াডে আছেন কেশব মহারাজ এবং তাবরাইজ সামসি।
তবে এই সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে ডেভিড মিলার এবং কুইন্টন ডি কককে। শ্রীলঙ্কার বিপক্ষে এর আগের সিরিজে কাঁধের ইনজুরির কারণে খেলতে পারেননি প্রোটিয়াদের নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

তাঁর পরিবর্তে সেই সিরিজে অধিনায়কত্ব করেছিলেন ডি কক। তবে এবার ওয়ানডে এবং টি টুয়েন্টি উভয় সিরিজেই ফিরেছেন ডু প্লেসিস। অবশ্য ওয়ানডে স্কোয়াডে না থাকলেও টি টুয়েন্টি দলে জায়গা পেয়েছেন কুইন্টন। পাশাপাশি হার্ডহিটার মিলারও আছেন এই স্কোয়াডে।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রোটিয়াদের ওয়ানডে স্কোয়াড-
ফাফ ডু প্লেসিস, হাশিম আমলা, জেপি ডুমিনি, রিজা হেন্ডরিক্স, ইমরান তাহির, ক্রিস্টিয়ান জংকার, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, আন্দাইল ফেহলুকায়ো, কাগিসো রাবাদা, তাবরাইজ সামসি, ডেল স্টেইন, খায়া জন্ডো।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রোটিয়াদের টি টুয়েন্টি স্কোয়াড-
ফাফ ডু প্লেসিস, গিহান ক্লোয়েট, জুনিয়র ডালা, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, রবি ফ্রাইলিঙ্ক, ইমরান তাহির, ক্রিস্টিয়ান জংকার, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, ডেন প্যাটারসন, আন্দাইল ফেহলুকায়ো, তাবরাইজ সামসি, রাসি ভ্যান ডার ডুসেন।