promotional_ad

লঙ্কা-বাংলা সম্পর্কে ফাটল ধরে নি

বাংলাদেশ দল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গত নিদাহাস ট্রফির সেমিফাইনালের কথা এত সহজে ভুলে যাওয়ার কথা না শ্রীলঙ্কা ক্রিকেট দলের। নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে হেরে ছিটকে পড়ার গ্লানি অবশ্য ভোলার কথাও নয় তাদের।


তবে পরাজয়ের থেকেও লঙ্কানদের সবথেকে বেশি তাড়া করে ফেরে সেই ম্যাচের শেষ ওভারের সৃষ্টিকৃত উত্তাপ এবং বিতর্ক। যদিও ২৭ বছর বয়সী লঙ্কান অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভা সেই দিনটির মনে রাখার কোন কারণ দেখছেন না।



promotional_ad

তাঁর মতে যতই বিতর্ক ছড়াক, বাংলাদেশের সাথে আগের মতোই সম্পর্ক রয়েছে তাঁর দলের। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নামার আগে ধনঞ্জয়া বলেছেন, 


'নিদাহাস ট্রফিতে দুই দলের মধ্যে যা হয়েছিল তা মনে রাখার কি আছে? খেলায় তেমনটি হতেই পারে। ম্যাচ শেষে আমাদের মধ্যে সম্পর্ক আগের মতোই আছে।'


টাইগারদের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে বর্তমানে লঙ্কানদের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। সাকিব, তামিমদের দুর্বলতা এবং শক্তিমত্তার ক্ষেত্রে সবই জানা আছে তাঁর।



সুতরাং বাংলাদেশকে আটকাতে হলে হাথুরুর পরামর্শ যে মূল ভূমিকা রাখবে সেটিও মানছেন ধনঞ্জয়া, 'হাথুরু ওদের কোচ ছিল এখন সে আমাদের সঙ্গে। বাংলাদেশের সম্পর্কে তাঁর ধারণা আমাদের পরিকল্পনা সাজাতে কাজে লাগবে', বলেছেন তিনি।


উল্লেখ্য গত ৬ই মার্চ নিদাহাস ট্রফির সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছিল সফরকারী বাংলাদেশ। সেই ম্যাচের শেষ ওভারে ইসুরু উদানা টানা দুইটি বল বাউন্স দিলেও 'নো' বল দেননি আম্পায়ার। সেই ঘটনাটি নিয়েই পরবর্তীতে উত্তাপ এবং বিতর্কের সৃষ্টি হয়েছিল।   



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball