লিটনই তামিমের ওপেনিং সঙ্গী?

ছবি: লিটন কুমার দাস

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত ওয়ানডে সিরিজে ব্যাট হাতে তেমন নিজেকে প্রমাণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন ওপেনার আনামুল হক বিজয়। তামিম ইকবালের ওপেনিং সঙ্গী হিসেবে খেলতে নেমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাত্র ৩৩ রান করেছিলেন তিনি। সুতরাং এশিয়া কাপের স্কোয়াড থেকে তাঁর বাদ পড়াটা অবধারিতই ছিল বলা চলে।

তবে বিজয় বাদ পড়লেও নির্বাচকেদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে তাঁকে দেখা যেতে পারে তামিম ইকবালের ওপেনিং সঙ্গী হিসেবেও। তামিম নিজেই অবশ্য আশা করছেন এমনটাই। তিনি বলেছেন,
'লিটন কিছুদিন থেকে দলের সাথে আছে। সে টেস্ট এবং টি টুয়েন্টিতে ওপেনিং করছে। সে ভাল ব্যাটিংও করছে। যদি টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় যে তাঁর সাথে আমি ওপেন করবো এটি খুব একটা আশ্চর্যের হবে না।'
ক্যারিবিয়ানদের মাটিতে টি টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দারুণ পারফর্মেন্স উপহার দিয়েছিলেন লিটন। খেলেছিলেন ৩২ বলে ৬১ রানের একটি ক্যামিও ইনিংস। শুধু তাই নয়, সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচেও ৭০ রানের একটি ঝলমলে ইনিংস এসেছিল তাঁর ব্যাট থেকে।