বিশ্বসেরার 'জৌলুস' এশিয়া কাপে দেখাতে চান সাকিব

ছবি: সাকিব আল হাসান, ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বর্তমানে ওয়ানডেতে ৩৬২ রেটিং পয়েন্ট নিয়ে সেরা অলরাউন্ডারদের তালিকার শীর্ষে অবস্থান করছেন বাংলাদেশের সাকিব আল হাসান। সেরাদের কাতারে থেকেই আসন্ন এশিয়া কাপের মহারণে অংশ নিতে যাচ্ছেন তিনি।
টুর্নামেন্টে বিশ্বসেরা অলরাউন্ডারের মতোই পারফর্ম করে বাংলাদেশকে দারুণ সাফল্য এনে দিবেন সাকিব এই প্রত্যাশাতেই এখন বুক বেঁধে আছেন দেশের কোটি ক্রিকেট ভক্তরা। সমর্থকদের মতো সাকিব নিজেও চান নিজের সেরাটা ঢেলে দিয়েই সামর্থ্যের প্রমাণ দিতে। এশিয়া কাপের দুই দিন আগে টুর্নামেন্টে নিজের প্রত্যাশা নিয়ে সাকিব জানিয়েছেন,

‘ওয়ানডেতে বিশ্বসেরা অলরাউন্ডার হতে পারাটা অনেক বড় সম্মানের এবং আমি আশা করছি, নিজের সেরাটা এই টুর্নামেন্টে দিতে পারবো আমি।'
বিশ্বের অনেক তারকা ক্রিকেটারের মিলনমেলায় এবারের এশিয়া কাপ যথেষ্টই আলো ছড়াবে বলে বিশ্বাস টাইগার অলরাউন্ডার সাকিবের। সমর্থকেদের জন্যও টুর্নামেন্টটি বেশ উপভোগ্য হবে উল্লেখ করে সাকিব বলেন,
'এই মহাদেশীয় টুর্নামেন্টটিতে বেশ কয়েকজন বিশ্বসেরা ক্রিকেটার একে অপরের বিপক্ষে লড়াই করবে। আমি আশাবাদী, সমর্থকরাও এই টুর্নামেন্টে ক্রিকেটারদের কাছ থেকে কিছু ব্যতিক্রম এবং বিশ্বসেরা অ্যাকশন দেখতে পাবে।’
উল্লেখ্য আর মাত্র একদিন পরেই শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। দুইটি এশিয়া কাপের ফাইনালিস্ট দল হওয়ায় এই ম্যাচে আত্মবিশ্বাসের দিক থেকে কিছুটা এগিয়েই থাকবে লাল সবুজের দেশ।