promotional_ad

'ভাল খেললে কেন জিতব না?'

ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বেশ কয়েকমাস একটানা জয়ের মধ্য দিয়েই আছে বাংলাদেশ নারী দল। এশিয়া কাপ, আয়ারল্যান্ড সিরিজ বা এরপরে বিশ্বকাপ বাছাইপর্বে একের পর এক দারুণ পারফর্মেন্স করেছে তারা। এবার নারী দলের বিপক্ষে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান নারী দল। 


এই উপলক্ষে প্রস্তুতি সেরে নিচ্ছে বাংলাদেশের মেয়েরা। আর ভাল ক্রিকেট খেলতে পারলে পাকিস্তানকেও হারানো সম্ভব বলে মনে করছেন দলের ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম। তবে জয়ের রথ পাকিস্তানের সঙ্গেও চলবে, এই ব্যাপারে কিছুটা সন্দিহান তিনি। 


'আমরা যত ম্যাচ খেলব, তত ম্যাচ জিতে যাব; বিষয়টা তা না। এমন ভাবা ঠিক না কেননা পাকিস্তান কতোটা শক্তিশালী দল সেটা ওদের ফলাফলই প্রমাণ করে। তবে সাম্প্রতিক সময়ে আমরা ভাল খেলছি।


'নিয়মিতই ভাল খেলছি, তাই আমরা আমাদের সমান সমান পর্যায়ে রাখছি। সাম্প্রতিক পারফর্মেন্সে আমরা খুশি। আপাতত আমরা প্রতিটি ম্যাচই জেতার জন্য নামবো। যদি ভাল খেলি তাহলে কেন জিতব না?'



promotional_ad

একইদিনে সাংবাদিকদের সাথে প্রবীণ এই ক্রিকেট অভিভাবক কথা বলছেন বাংলাদেশ মহিলা দলের শক্তি এবং দুর্বলতার জায়গা নিয়ে। দলের বোলিং ইউনিটের সামর্থ্যে সন্তুষ্ট ফাহিম।


'আমাদের দলের ভাল দিকটা হচ্ছে বোলিং। বিশেষ করে স্পিনারদের কম্বিনেশন। আমাদের দলে লেগ স্পিনার আছে, রাইট আর্ম অফ স্পিনার আছে। এরা প্রত্যেকেই ভাল বল করে।


'গত তিন মাসে এরা যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছে। এছাড়া আমাদের পেস বোলাররা উন্নতি করেছে। গত কয়েকমাসে আরকি.. তো সব মিলিয়ে আমি বলব বোলিংটা আমাদের বড় শক্তি।'


তবে উন্নতির জায়গা দেখছেন ব্যাটিংয়ে। কেননা গত কয়েকমাসে লো স্কোরিং ম্যাচই কিছুটা বেশি খেলেছে বাংলাদেশের মেয়েরা। বিষয়টি নিয়ে সাংবাদিকদের ফাহিম আরও জানান, 


'ব্যাটসম্যানরা কাজ করেছে ব্যাটিং নিয়ে। ব্যাটসম্যানরা ধারাবাহিক তা আমি বলব না। মোটামুটি একটা রান দাড়া করানো যায় এখন। এছাড়া ফিল্ডিংয়ে সম্প্রতি উন্নতি হয়েছে।'



তবে মেয়েদের ফিটনেসে সন্তুষ্ট এই কোচ; 'এছাড়া আরেকটি দিকে উন্নতি হয়েছে, তা হচ্ছে ফিটনেস। রানিং বিটুইন দ্যা উইকেটে আমরা এখন সবল। আগে যেখানে দুই রানের জায়গায় এক রান হতো সেটা এখন আর হবে না। অতিরিক্ত ৫-৭ বা ১০ রান আমরা পাবো ফিটনেস দিয়েই।'


আসন্ন এই সিরিজে চারটি টি-টুয়েন্টি এবং একটি ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল। সিরিজের সবগুলো ম্যাচ কক্সবাজারে অনুষ্ঠিত হবে। প্রথম টি-টুয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে পহেলা অক্টোবর। 


এরপর ৩, ৪ এবং ৬ অক্টোবর বাকি তিনটি টি-টুয়েন্টি ম্যাচের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সিরিজের একমাত্র ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে অক্টোবরের ৮ তারিখ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball