বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা জিম্বাবুয়ের

ছবি: ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
অক্টোবরেই বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সেই উপলক্ষে ইতিমধ্যেই দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
এই দলে ডাক পেয়েছেন ব্রেন্ডন টেইলর, ক্রেইগ আরভিন এবং শন উইলিয়ামস। যদিও এই দলে ডাক পাননি সিকান্দার রাজা। তবে টেস্ট এবং ওয়ানডে উপলক্ষে শক্তিশালী স্কোয়াডই ঘোষণা করেছে জিম্বাবুয়ে।

এই দলে অধিনায়ক হিশেবে আছেন জিম্বাবুয়ে ক্রিকেটের পুরানো সৈনিক হ্যামিল্টন মাসাকাদজা। সিকান্দার রাজা না থাকলেও জিম্বাবুয়ে স্কোয়াড যথেষ্ট শক্তিশালী।
বাংলাদেশ সফরের জন্য জিম্বাবুয়ে ওয়ানডে স্কোয়াড: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, এ্যালটন চিগম্বুরা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, ব্র্যান্ডন মাভুতা, রিচার্ড এনগারাভা, জন নুম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, তেন্ডাই চাতারা, সিফাস ঝুওয়ো।
বাংলাদেশ সফরের জন্য জিম্বাবুয়ে টেস্ট স্কোয়াড: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চ্যারি, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, রেজিস চাকাভা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, ব্র্যান্ডন মাতুভা, রিচার্ড এনগারাভা, জন নিম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, তেন্ডাই চাতারা।