অস্ট্রেলিয়ার বুকে 'এক টুকরো বাংলাদেশ'

ছবি: থান্ডার নেশন কাপে প্রবাসী বাংলাদেশ দলের প্রতিনিধিরা

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার সিডনিতে আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে থান্ডার নেশন কাপ। সেখানে অংশ নিতে নির্বাচিত হয়েছে প্রবাসীদের বাংলাদেশ দল। বিভিন্ন দক্ষতা পরীক্ষা করে নেওয়া হয়েছে ক্রিকেটারদের।
ক্রিকেট স্কিলস, পাওয়ার হিটিং, ম্যাচের বিভিন্ন অবস্থায় বোলিং বা ফিল্ডিং দক্ষতা সবই পরখ করে নেওয়া হয়েছে। যার মধ্যে ভালই দক্ষতা দেখাতে পেরেছে প্রবাসী বাংলাদেশীরা।

থান্ডার নেশন কাপে অস্ট্রেলিয়া প্রবাসীদের সুযোগ থাকে নিজেদের ক্রিকেটের মাধ্যমে সকলের সাথে পরিচিত হওয়ার। বাংলাদেশের প্রবাসী দল ছাড়াও আসরে যোগ দিবে ভারতীয় প্রবাসী, শ্রীলঙ্কান প্রবাসীরা।
তিন বছর আগে অস্ট্রেলিয়াতে পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশের মোহাম্মদ রবিউল। এই আসর সম্পর্কে তিনি জানান,
'অস্ট্রেলিয়া আসার পরে ক্রিকেট খেলার সুযোগ হয়ে উঠছিল না। ব্যাংকস্টোন ক্রিকেট ক্লাবের হয়ে অবশেষে আমার সুযোগ মিলেছে, আমি সেখানে প্রথমবারের মত লেগ স্পিনও করেছি। এই আসরে এখানকার বাংলাদেশীদের জন্য নিজ সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করার বিষয়টি দারুণ।'
থান্ডার নেশন কাপে বাংলাদেশ দলের প্রবাসী প্রতিনিধিরাঃ- সাদি রহমান, অনির্বান মিত্র, কাওসার আহমেদ, লাবিব মাহমুদ, আসিফ অনিক, সাদমিম রহমান, মোহাম্মদ রবিউল, মেজবা পাটোয়ারি।