হাথুরু-সামারাবিরার নতুন 'সাব্বির' ডিকওয়েলা
ছবি: সাব্বির রহমান এবং নিরোশান ডিকওয়েলা

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলংকার জাতীয় দলের দায়িত্ব পাওয়ার পর থেকেই উইকেটকিপার ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলাকে তিন ফরম্যাটে সুযোগ দিয়ে যাচ্ছেন চন্দিকা হাথুরুসিংহে।
টেস্ট, ওয়ানডে বা টি-টুয়েন্টি সব জায়গাতেই নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডিকওয়েলাও। শুধু কোচ হাথুরুসিংহে নন, লঙ্কানদের বর্তমান ব্যাটিং কোচ থিলান সামারিবারাও ব্যস্ত সময় কাটান ডিকওয়েলাকে নিয়ে।
'তারা দুজনই আমার সাথে কথা বলেন, কিভাবে আমি আলাদা আলাদা ফরম্যাটে মানিয়ে নিতে পারি তা নিয়ে। এখন আমি ওয়ানডে আর টেস্ট ক্রিকেটে মানিয়ে নিতে পারি সহজেই। তবে টি-টুয়েন্টিতে আমার মানসিকতা পরিবর্তনের দরকার আছে।'; গণমাধ্যমে জানিয়েছেন ডিকওয়েলা।

বাংলাদেশ দলের দায়িত্বে থাকাকালীন সময়েও এই দুই লঙ্কান কোচ সময় দিয়েছেন সাব্বির রহমানকে। সাব্বিরকে তিন ফরম্যাটের ক্রিকেটার হিশেবে তৈরি করার জন্য কতই না চেষ্টা চালিয়েছেন দুই কোচ।
সাব্বিরকে সুযোগও দিয়েছেন সবসময়। ব্যাটিংয়ে সাব্বিরের আগ্রাসী মনোভাবের জন্যই তাকে বেঁছে নিয়েছিলেন তারা। কিন্তু বিনিময়ে একের পর এক ম্যাচে ব্যর্থ হয়ে ফিরেছেন সাব্বির। শৃঙ্খলা ইস্যুতে ক্রিকেট থেকেও ছয় মাসের জন্য ছিটকে পড়েছেন এখন।
এদিকে ডিকওয়েলা ঠিকই দু'হাত পেতে নিচ্ছেন কোচের দীক্ষা। যদিও এশিয়া কাপের জন্য শুরুতে বিবেচিত হননি তিনি, তবে দিনেশ চান্দিমালের অনুপস্থিতিতে ঠিকই জায়গা মিলেছে তার। ব্যাটিংয়ে টেকনিক্যাল ইস্যুতে কথা বলার সময় ডিকওয়েলা জানান,
'কোচদের সঙ্গে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে নিজেদের খুব সুবিধা হয়। আমার সামনের পা খেলার সময় একটু বেশিই এগিয়ে যেতো, আমি তা মানিয়ে নিয়েছি। এছাড়া শরীরের উপরের অংশের ব্যবহার আমি খুব ভালোভাবে করতে পারছি।'
হাথুরুসিংহে-সামারাবিরার দীক্ষায় সাব্বির হয়তো পারেননি, কিন্তু অর্জনের পথেই রয়েছেন লঙ্কান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।