promotional_ad

'ব্যাটিং আমার দ্বিতীয় অপশন ছিল'

সাব্বির রহমান
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


ব্যক্তি নয়, ক্রিকেটার সাব্বির রহমান রুম্মানের নাম শুনলে যেকোনো ক্রিকেট প্রেমীর মনেই একজন আক্রমণাত্মক এবং হার্ডহিটার ব্যাটসম্যানের প্রতিচ্ছবি ফুটে ওঠে। কেননা ব্যাটিংয়ে নেমে ধরে খেলার অভ্যাসটি যে কমই ছিল সাব্বিরের।


তবে মজার ব্যাপার হচ্ছে এই সাব্বিরই কিনা তাঁর খেলা শুরু করেছিলেন একজন বোলার হিসেবে! ব্যাটিং তাঁর কখনই নাকি মূল অপশন ছিল না। ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। মূলত দলে অনেক বোলার থাকার কারণেই আসলে এই ভূমিকা থেকে ধীরে ধীরে বের হয়ে এসেছেন সাব্বির, 



promotional_ad

'আমি বোলার হিসেবেই খেলা শুরু করেছিলাম। ব্যাটিং আমার দ্বিতীয় অপশন ছিল। তবে পরবর্তীতে আমি একজন ব্যাটসম্যানে পরিণত হয়েছি। দলে আমাদের অনেক বোলার রয়েছে, সুতরাং আমার বোলিং করার প্রয়োজন হয় না আসলে', বলেন ২৬ বছর বয়সী এই ডানহাতি। 


অবশ্য ব্যাটসম্যান হিসেবে সমাদৃত হলেও বোলিং বন্ধ করেননি সাব্বির। গত ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতি ম্যাচেও দশ ওভার করেছিলেন তিনি। এমনকি নেটেও বোলিং অনুশীলন করেন নিয়মিত। টাইগার এই ব্যাটসম্যান বলেন,   


'এরপরেও আমি সর্বদা প্রস্তত থাকি বোলিং করার জন্য। নেট অনুশীলনেও আমি বোলিং করে থাকি। আমি এরই মধ্যে আমার বোলিংয়ে উন্নতি করেছি। ওয়েস্ট ইন্ডিজে প্রস্তুতি ম্যাচে পুরো দশ ওভার আমি বোলিং করেছিলাম।'



টিম ম্যানেজমেন্টের চাওয়া অনুযায়ী বেশির ভাগ সময়েই সাত নম্বরে খেলতে দেখা গিয়েছে সাব্বিরকে। এই পজিশনে খেলাটি যে কতটা চাপের সেটি না বললেও সহজে বোধগম্য। কেননা সাত নম্বরের ব্যাটসম্যানদেরকে সাধারণত ফিনিশারের ভূমিকাই অবলম্বন করতে হয়। যদিও সাব্বিরের কাছে এই ব্যাপারটি চাপ মনে হয়নি কখনও। তিনি বলছিলেন, 


'ফিনিশিং করা আমার জন্য খুব বেশি চাপের নয় (সংক্ষিপ্ত ফরম্যাটে) যেহেতু আমি বল মেরে খেলতে পছন্দ করি। আমি এভাবে আমার সহজাত খেলাটি খেলতে পারি। আক্রমণাত্মক ক্রিকেট খেলা আমার শক্তির জায়গা এই ফরম্যাটে। টিম ম্যানেজমেন্ট যেখানেই আমাকে ব্যাট করাতে চেয়েছিল, আমি সর্বদা আমার শতভাগ দেয়ার চেষ্টা করেছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball