আমিরাতেও মিরপুরের দর্শকের প্রত্যাশা মাহমুদুল্লাহর

ছবি: মিরপুর স্টেডিয়াম

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের খেলা হলে মিরপুরের মাঠে সর্বদা উপচে পড়া ভিড়ই দেখা যায়। আরব আমিরাতেও অনেক বাঙ্গালী সমর্থক রয়েছে বিধায় সেখানেও মিরপুরের আবহ আশা করছেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।
এশিয়া কাপকে সামনে রেখে দুবাইয়ে মঙ্গলবার অনুশীলন শেষে গণমাধ্যমকে তিনি বলেছেন, 'আশা করি আমরা বাংলাদেশের মতো এখানেও অনেক বেশি দর্শকের সমাগম দেখবো। সুতরাং তাঁরা আসবে এবং আমাদের সমর্থন দিবে বলে আমি আশা করছি এবং আমরা তাঁদের জন্য ভালো ফলাফল উপহার দিতে চাই।'

এর আগে চলতি বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে নিদাহাস ট্রফির সেমিফাইনালে জয় লাভ করেছিল বাংলাদেশ। সেই জয়ের প্রায় ছয় মাস পর আবারও সেই লঙ্কানদের মুখোমুখি হচ্ছে টাইগাররা।
এশিয়া কাপের উদ্বোধনী এই ম্যাচে নামার আগে নিদাহাসের সেই জয়ের নায়ক অলরাউন্ডার মাহমুদুল্লাহ জানিয়েছেন নিজেদের আত্মবিশ্বাসের কথা। যদিও শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়েই খেলতে হবে সেটিও জানাতে ভোলেননি তিনি। রিয়াদ বলেন,
'আমাদের অতীতের কিছু দারুণ স্মৃতি আছে কয়েক মাস আগে শ্রীলঙ্কার বিপক্ষে। তবে আমি মনে করি শ্রীলঙ্কা অনেক ভালো একটি দল এবং তারা অনেক ভালো ক্রিকেট খেলছে এই মুহূর্তে। সুতরাং আমাদের সেরাটা দিতে হবে তাদেরকে হারানোর জন্য।'