আফগান লীগে খেলতে মুখিয়ে তামিম

ছবি: তামিম ইকবাল, ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি ডেস্ক ||
আফগানিস্তান প্রিমিয়ার লীগে (এপিএল) নঙ্গরহার দলটির হয়ে খেলবেন বাংলাদেশ ক্রিকেট দলের দুই সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম।
এপিএলে খেলার সুযোগ পেয়ে টাইগার ওপেনার তামিম জানিয়েছেন, ক্রিকেট বিশ্বের তারকা ক্রিকেটারদের মিলনমেলায় অংশ নেয়ার জন্য মুখিয়েই আছেন তিনি।
তাঁর মতে এই টুর্নামেন্টের প্রতিটি দলই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলই গড়েছে। তিনি বলছিলেন, 'এটি দারুণ রোমাঞ্চকর হবে কেননা প্রত্যেকটি দলই যথেষ্ট পরিণত। আমি এই টুর্নামেন্টে খেলার জন্য মুখিয়ে আছি।'

তামিমকে দলে ভেড়াতে ৭৫ হাজার ডলার (প্রায় ৬৩ লাখ টাকা) খরচ করতে হয়েছে নঙ্গরহারকে। অপরদিকে তাঁর সতীর্থ মুশফিককে ৫০ হাজার ডলার (৪১ লাখ ৯৬ হাজার টাকা) দিয়ে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
দলটিতে তামিম, মুশফিকদের সাথে একই দলে থাকছেন আন্দ্রে রাসেল, বেন কাটিং, মোহাম্মদ হাফিজদের মতো তারকারা।
উল্লেখ্য সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ৫ তারিখ থেকেই মাঠে গড়াবে এপিএলের আসর। আর শেষ হবে ২৩শে অক্টোবর।
নঙ্গরহার স্কোয়াড-
আন্দ্রে রাসেল, তামিম ইকবাল, মুজিব জাদরান, বেন কাটিং, শফিকুল্লাহ শাফাক, নাজিবুল্লাহ তারাকি, মিচেল ম্যাকক্লেনেগান, মুশফিকুর রহিম, মোহাম্মদ হাফিজ, রহমত শাহ, নাভিন উল হক, জাহির খান, সন্দ্বীপ লামিচানে, ফজল হক, ইমরান জানাত, নাসরাতুল্লাহ কুরেশি, খাইবার ওমর, ইব্রাহিম জাদরান, ফাল নাজাই।