ইনজুরির কাছেই ধরাশায়ী চান্দিমাল

ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইনজুরি থাকলেও এশিয়া কাপের স্কোয়াডে রাখা হয়েছিল শ্রীলঙ্কা টেস্ট দলের অধিনায়ক দিনেশ চান্দিমালকে। কিন্তু শেষপর্যন্ত এশিয়া কাপের স্কোয়াড থেকে ছিটকে পড়লেন তিনি।


তার বদলি হিশেবে দলে জায়গা করে নিয়েছেন নিরোশান ডিকওয়েলা। অবশ্য ডিকওয়েলা যে শেষমেশ জায়গা পাবেন এমনটা অনুমেয়ই ছিল। উল্লেখ্য, শ্রীলংকার ঘরোয়া লীগে কলম্বোর হয়ে এসএলসি টি-টোয়েন্টি লীগের ম্যাচে ডান হাতের মধ্য আঙ্গুলে চোট পেয়েছিলেন চান্দিমাল। 


promotional_ad

ডাক্তারি রিপোর্ট মতে এই চোট থেকে তার উন্নতি সন্তোষজনক ছিল না সে সময়। শেষপর্যন্ত তার চোটের উন্নতি না হওয়ায় স্কোয়াড থেকে জায়গা হারিয়েছেন তিনি।


এদিকে ফর্মে থাকা অফ-স্পিনার আকিলা ধনঞ্জয়াকে সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে শুরু হওয়া এশিয়া কাপে প্রথম দিকে পাচ্ছে না শ্রীলঙ্কা দল। জানা গেছে, প্রথম সন্তানের জন্মগ্রহণের অপেক্ষায় আছেন তিনি। 


যে কারণে বাংলাদেশ এবং আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারবেন না এই স্পিনার। তার পরিবর্তে দলে রাখা হয়েছে লঙ্কান আরেক অভিজ্ঞ অফ-স্পিনার দিলরুয়ান পেরেরাকে। 


যিনি এখন অবধি মাত্র ৩১টি টেস্ট খেলে ১২৫ উইকেট শিকার করে নিয়েছেন। গ্রুপ 'বি' এর প্রথম ম্যাচে আগামী ১৫ই সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবে অ্যাঞ্জেলো ম্যাথিউসের দল। 


শ্রীলংকার এশিয়া কাপের দল: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), কুশল মেন্ডিস, কুশল পেরেরা, উপুল থারাঙ্গা, নিরোশান ডিকওয়েলা, ধানুশকা গুনাথিলাকা, থিসারা পেরেরা, দাশুন সানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনাঞ্জয়া, দিলরুয়ান পেরেরা, আমিলা আপোনসো, কাশুন রাজিথা, সুরঙ্গ লাকমাল, দুশমন্ত চামিরা, লাথিস মালিঙ্গা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball