সেঞ্চুরিতে শুরু, সেঞ্চুরিতে শেষ

ছবি: অ্যালিস্টার কুক

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে চলতি টেস্টটি খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিবেন ইংলিশ তারকা ওপেনার অ্যালিস্টার কুক। তবে বিদায়ের আগেই রেকর্ড বুকে নাম লেখাতে ভুল করেননি তিনি।
ভিরাট কোহলিদের বিপক্ষে ওভাল টেস্টের প্রথম ইনিংসে ৭১ রানের দারুণ একটি ইনিংস খেলেছিলেন কুক। এরপর দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দুর্দান্ত একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন ইংলিশ ওপেনার।
আর এরই সাথে অভিষেক এবং বিদায়ী টেস্টে শতক হাঁকানোর বিরল কীর্তি গড়লেন তিনি। ২০০৬ সালে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৬০ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১০৪ রান করেছিলেন এই ইংলিশম্যান।
এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটের ইতিহাসে কুক পঞ্চম ব্যাটসম্যান যিনি অভিষেক এবং বিদায়ী উভয় টেস্টেই সেঞ্চুরি হাঁকালেন। তাঁর আগে এই তালিকায় ছিলেন ভারতের মোহাম্মদ আজহারউদ্দিন, অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল, রেজিন্যাল্ড ডাফ এবং বিল পন্সফোর্ড।