চট্টগ্রাম যাচ্ছেন এবাদত- লিখনরা

ছবি: এইচপি দল

|| ডেস্ক রিপোর্ট ||
হাইপারফর্মেন্স দল থেকে নতুন ব্যাকআপ ক্রিকেটার তৈরির জন্য বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কয়েকদিন আগে এইচপির চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়ও জানিয়েছিলেন এমনটা।
বিশেষ করে ঢাকার বাইরে ক্যাম্প করার ব্যাপারেই বিশেষ জোর দেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছিলেন এই সাবেক টাইগার অধিনায়ক।

এবার তারই ধারাবাহিকতায় চট্টগ্রামে খেলতে যাচ্ছে এইচপি দল। সেখানে অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। আজ সেই উদ্দেশ্যেই চট্টগ্রামের পথে রওয়ানা দিয়েছেন এবাদত লিখনরা।
উল্লেখ্য এইচপি দলের কার্যক্রম মূলত মিরপুরের একাডেমী মাঠেই এতদিন সীমাবদ্ধ ছিল। তবে এবার নতুন করে দেশের অন্যান্য অঞ্চলেও এইচপির কার্যক্রম ছড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আর সেই লক্ষ্যেই চট্টগ্রাম এবং সিলেটকে বাছাই করা হয়েছে। এই প্রসঙ্গে দূর্জয় জানিয়েছিলেন,
'ঢাকার বাইরে বলতে আমাদের তো কোথায় সমস্যা নেই। সিলেট ইজ রেডি, বিকেএসপি হতে পারে।ঢাকা থেকে আইসোলেটেড থাকবে। পেস বোলাররা শুরুতেই কক্সবাজার চলে যাচ্ছে। চট্টগ্রাম একটা অপশন আছে। যেখানে আমাদের অনুশীলন সুবিধাও আছে, মাঠ আছে আমরা একটু দূরে থেকে ফোকাসটা সেভাবে করতে পারি।'