দুবাইয়ে মাশরাফিরা, অনুশীলনে নামতে পারেন আজ

ছবি: মাশরাফি বিন মর্তুজা

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপে অংশ নিতে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় দেশ ছেড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। জানা গেছে এরই মধ্যে দুবাইয়ে পা রেখেছে তাঁরা। সবকিছু ঠিক থাকলে আজ দুপুর থেকেই অনুশীলনে নামতে পারেন তাঁরা।
এদিকে মাশরাফিরা ইতিমধ্যে আরব আমিরাতে পৌঁছুলেও এখন পর্যন্ত ভিসা সংক্রান্ত সমস্যার কারণে দেশ ছাড়েননি তামিম ইকবাল এবং রুবেল হোসেন। পাশাপাশি দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও একই সমস্যায় যেতে পারেননি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা তামিম এবং রুবেলের বিষয়টি সম্পর্কে গতকাল জানিয়েছিলেন, 'খুব বড় কোন ইস্যু নয়। কোন টেকনিক্যাল সমস্যা হতে পারে। যার কারণে তাদের ঢাকায় থাকতে হচ্ছে।'
উল্লেখ্য সুজনের পরিবর্তে আপাতত দলের ভারপ্রাপ্ত ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন ট্রেইনার মারিও ভিল্লাভারায়ন।
এশিয়া কাপের স্কোয়াড:

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মমিনুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।
এশিয়া কাপের সূচি-
গ্রুপ পর্ব
১৫ সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (দুবাই)
১৬ সেপ্টেম্বর- পাকিস্তান বনাম হংকং (দুবাই)
১৭ সেপ্টেম্বর- শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (আবুধাবি)
১৮ সেপ্টেম্বর- ভারত বনাম হংকং (দুবাই)
১৯ সেপ্টেম্বর- ভারত বনাম পাকিস্তান (দুবাই)
২০ সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম আফগানিস্তান (আবুধাবি)