'ম্যাচ বাই ম্যাচ' থিওরিতে মিথুনও

ছবি: ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
এশিয়া কাপের প্রথম ম্যাচেই শক্তিশালী শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। পরবর্তী রাউন্ডে যেতে হলে শুরু থেকেই ভালো ক্রিকেট খেলতে হবে টাইগারদের।
অধিনায়ক মাশরাফি তো বলেই দিয়েছেন, আসরের প্রথম ম্যাচই বেশি নজর তার। একই কথা বলেছেন কোচ স্টিভ রোডসও। এবার তাদের মতোই বললেন মোহাম্মদ মিথুন। দেশ ছাড়ার দিনে মিডিয়াকে জানিয়েছেন,

'ওয়ানডেতে আমরা খুব ভালো ক্রিকেট খেলি। আমাদের জন্য প্রথম রাউন্ডটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম রাউন্ডটা যদি আমরা ভালোভাবে পার করতে পারি, এরপর ম্যাচ বাই ম্যাচ চিন্তা করলে ভালো হবে।'
একইদিনে মিথুন জানিয়েছেন নিজের লক্ষ্যের কথাও। আসন্ন এশিয়া কাপে ছয় নম্বর পজিশনে ব্যাটিং করতে দেখা যেতে পারে তাকে। মিথুন জানিয়েছেন,
'যদি নিজের কথা বলেন তাহলে অবশ্যই ভালো করার চেষ্টা থাকবে। নিজের দিক থেকে দলের জন্য সর্বোচ্চ অবদান রাখতে চাইব।'