বাংলাদেশ- ৩, হংকং- ২
ছবি: ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপে বেশ কিছু ভাল অর্জনের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ভাল রেকর্ডগুলো ছাড়াও বেশ কিছু বাজে রেকর্ডের সম্মুখীন হয়েছে বাংলাদেশ। যেমন এশিয়া কাপের সর্বোচ্চ দলীয় সংগ্রহ করেছে পাকিস্তান, এবং সেটা বাংলাদেশের বিপক্ষেই।
এছাড়াও সেরা পাঁচটি সর্বোচ্চ দলীয় সংগ্রহের মধ্যে তিনটিই করা হয়েছে বাংলাদেশের বিপক্ষে! এমন রেকর্ড নিঃসন্দেহে মনে রাখতে চাইবে না টাইগাররা। ২০১০ সালের এশিয়া কাপে পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে করেছিল সাত উইকেটে ৩৮৫ রান।
অধিনায়ক শহীদ আফ্রিদির সেঞ্চুরির সাথে দলের আরও তিন ব্যাটসম্যানের ফিফটিতে এই সংগ্রহ গড়ে পাকিস্তান, যা আজও এশিয়া কাপের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

সেই ম্যাচটি বাংলাদেশ হেরে যায় ১৩৯ রানের বড় ব্যবধানে। এশিয়া কাপের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ (চার উইকেটে ৩৭৪) ভারতের। ২০০৮ সালের এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে এই রান করেছিল ভারত।
২০১৩ সালের এশিয়া কাপে কুমার সাঙ্গাকারার সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে নয় উইকেটে ৩৫৭ রানের বড় সংগ্রহ গড়েছিল শ্রীলংকা; উক্ত তালিকায় এই সংগ্রহ তৃতীয় স্থানে।
তালিকার চতুর্থ স্থানে আছে পাকিস্তান। ২০০৪ সালের এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে পাঁচ উইকেটে ৩৪৩ রান সংগ্রহ করেছিল পাকিস্তান।
এছাড়া ২০০৮ সালের এশিয়া কাপে সনাথ জয়সুরিয়া এবং কুমার সাঙ্গাকারার সেঞ্চুরিতে শ্রীলংকা আট উইকেটে ৩৩২ রান করেছিল বাংলাদেশের সাথে, তালিকায় পঞ্চম স্থানে আছে লঙ্কানদের গড়া এই রেকর্ড।
অর্থাৎ, সর্বোচ্চ সংগ্রহের সেরা পাঁচের তিনটি রেকর্ডই গড়া হয়েছে বাংলাদেশের বিপক্ষে, বাকী দুইটি হংকংয়ের বিপক্ষে। নিশ্চিতভাবেই এমন পরিসংখ্যান ভুলে যেতে চাইবে টাইগাররা।