এক থেকে সাতের ব্যাটসম্যান মিথুন!

ছবি: মোহাম্মদ মিথুন, ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

টাইগারদের এশিয়া কাপের স্কোয়াডে মোহাম্মদ মিথুন ডাক পাওয়ার পর থেকে তাঁর ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন উঠছে বেশ জোরেশোরে। চূড়ান্ত স্কোয়াড জায়গা পেলে ঠিক কোন পজিশনে খেলবেন তিনি এই নিয়েই এখন চলছে জল্পনা কল্পনা।
তবে এইচপি দলের অস্ট্রেলিয়ান কোচ সাইমন হেলমট মনে করছেন মিথুনকে নিয়ে অন্তত পজিশনের ব্যাপারে তেমন সমস্যায় পড়তে হবে না টিম ম্যানেজমেন্টকে। তাঁর মতে এক থেকে সাত যেকোনো অবস্থানেই দারুণ সাবলীল ব্যাটিং করতে পারদর্শী ২৭ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান।
মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে উইকেট রক্ষক ব্যাটসম্যান মিথুনকে নিয়ে হেলমট জানিয়েছেন, 'সে এক থেকে সাত পর্যন্ত যে কোন জায়গায় ব্যাট করতে পারে। সে একজন বহুগুণধারী ক্রিকেটার। স্পিন ও পেসের বিপক্ষে সে সাবলীল, ফ্রন্ট ফুট ও ব্যাক ফুটেও সমান তালে ভালো খেলে। আর সে উইকেটের পেছনেও দায়িত্ব পালন করে।'
অবশ্য হেলমটের ধারণা যে একেবারেই ভুল নয় এর প্রমাণ গত আয়ারল্যান্ড সফরেই দিয়েছেন মিথুন। আইরিশদের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে চার নম্বরে খেলতে নেমে ৮৭ রানের একটি অনবদ্য ইনিংস উপহার দিয়েছিলেন এই টাইগার ব্যাটসম্যান।
এরপর পঞ্চম ওয়ানডেতে খেলেছিলেন পঞ্চমে। আর সেই ম্যাচেও হেসেছিল মিথুনের ব্যাট। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৭৩ রান করেন তিনি। অস্ট্রেলিয়ান কোচ হেলমট তাই মিথুনকে নিয়ে আশায় বুক বাঁধতেই পারেন। আর মিথুনও হয়তো তাঁকে হতাশ করতে চাইবেন না।