খালেদ মাসুদ- ১১, মুশফিকুর রহিম- ১১*
ছবি: প্রস্তুতি ক্যাম্পে বাংলাদেশ দল। ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপে আর মাত্র একটি ক্যাচের সাহায্যে অথবা একটি স্ট্যাম্পিংয়ের মাধ্যমে সাবেক বাংলাদেশী উইকেটরক্ষক খালেদ মাসুদকে টপকে যাওয়ার সুযোগ আছে মুশফিকুর রহিমের সামনে।
এশিয়া কাপে এখন পর্যন্ত ১৪ টি ম্যাচে খেলেছেন খালেদ মাসুদ। সেখানে আঁটটি ক্যাচ ও তিনটি স্ট্যাম্পিংয়ের সাহায্যে তার ডিসমিসাল ১১ টি। মুশফিক অবশ্য খেলেছেন ১৬ টি ম্যাচ।

তবে উইকেটকিপিং করেছেন ১২ ইনিংসে। আর মাসুদের চেয়ে দুটি ইনিংস কম সুযোগ পেয়েও সমান সংখ্যক ক্যাচ ও স্ট্যাম্পিং করেছেন তিনি। দুজনেরই এশিয়া কাপে ১১ টি ডিসমিসাল।
এবার আর মাত্র একটি ক্যাচ লুফে নিলে বা একটি স্ট্যাম্পিং করতে পারলেই স্বদেশী মাসুদকে ছাড়িয়ে যাবেন মুশফিক। একইসঙ্গে সাবেক লঙ্কান উইকেটরক্ষক কালুউইথারানাকেও (মোট ১১) ছাড়াবেন মুশফিক। প্রবেশ করবেন সেরা পাঁচের এলিট প্যানেলে।
তবে এশিয়া কাপের সেরা উইকেটরক্ষকের তালিকায় শীর্ষে পৌঁছানো অনেক বেশি কঠিন মুশফিকের জন্য। আপাতত তিনি আছেন ছয় নম্বরে, খালেদ মাসুদ আছেন সাত নম্বরে।
তালিকার শীর্ষস্থান সাবেক লঙ্কান উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারা; তার ডিসমিসাল ২৪ ম্যাচে ৩৬ টি! দ্বিতীয়তে আছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি (১৩ ম্যাচে ২৪ টি)। আর তৃতীয়তে আছেন সাবেক পাকিস্তানি উইকেটরক্ষক মঈন খান (১৪ ম্যাচে ১৭ টি)।