এখনো নিশ্চিত নয় মিথুনের ব্যাটিং পজিশন!

ছবি: ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
এশিয়া কাপের একাদশে ছয় নম্বরে ব্যাট করবেন মোহাম্মদ মিথুন, এমনটাই এতদিনের অনুশীলনে বোঝা যাচ্ছিলো। এমনকি বিভিন্ন ক্রিকেটারের প্রেস কনফারেন্সেও ধারণা করে নেওয়া যাচ্ছিলো তা।
কিন্তু শুক্রবারে প্রধান নির্বাচক জানিয়েছেন ভিন্ন কথা। মিনহাজুল আবেদিন নান্নুর মতে এখনো এসব সিদ্ধান্ত নেয়নি টিম ম্যানেজমেন্ট। আরব আমিরাতে অনুশীলন করার পরেই হবে সিদ্ধান্ত। নান্নুর ভাষায়,

'এটা সম্পূর্ণ টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত (মিথুনের ছয় নম্বরে নামা), সেখানে গিয়ে এইসব সিদ্ধান্ত নেয়া হবে। এখানে বসে সিদ্ধান্ত হবে না। দল সেখানে যাবে, চারদিনের মত অনুশীলন করবে। তারপর দেখা যাবে।'
এদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে এশিয়া কাপের দলে বাদ পরেছেন দুইজন ব্যাটসম্যান; এনামুল হক বিজয় এবং সাব্বির রহমান। প্রধান নির্বাচকের মতে এই দুজনের বাদ পড়া নিয়ে চিন্তিত নয় দল, কেননা সেরা স্কোয়াডই দিয়েছেন তারা।
'এই মুহূর্তে কোন চিন্তাভাবনা নেই। আমরা সেরা দলটাই খেলাব। দল নিয়ে আমরা কোন পরীক্ষা নিরীক্ষায় যাবো না। যেই স্কোয়াড দেয়া হয়েছে, সেটাই আমাদের সেরা দল।'
এদিকে দল আরব আমিরাতে যাওয়ার আগেই অনেকের ইনজুরির খবর পাওয়া যাচ্ছে। এসব নিয়েও চিন্তা নেই প্রধান নির্বাচকের। অধিনায়ক আর কোচের মতো তার দৃষ্টিও আসরের প্রথম ম্যাচে।
'এমন কোন চিন্তাভাবনা আমাদের নেই। ফিজিও, ট্রেইনারের যেই রিপোর্ট আছে আমাদের কাছে, সেই হিসেবে পুরো দল শতভাগ ফিট আছে। এবং সবাই আত্মবিশ্বাসী। একটা বড় টুর্নামেন্ট, এশিয়া কাপ খেলতে যাচ্ছে দল। আমরা যদি প্রথম ম্যাচটা ভাল মত জিততে পারি তাহলে অনেক দূর যাবো।'