যেকোন পজিশনে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মমিনুল

ছবি: ছবি - ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দলের প্রয়োজনে ওপেন করতেও রাজি টাইগার ব্যাটসম্যান মমিনুল হক। টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে অনেক সময় দ্রুত উইকেট হারালে শুরু থেকেই খেলতে হয় তাকে।
তাই ওপেন করতে গিয়ে কোন সমস্যা হবেনা বলেও মনে করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। সেই সঙ্গে যদি ওপেনিং পজিশনে তাকে দায়িত্ব নিতে হয় সেটা তার জন্য বড় চ্যালেঞ্জ হবে।
আর এই চ্যালেঞ্জ নিতেই মুখিয়ে আছেন মমিনুল। ওপেনিংয়ের পাশাপাশি দলের প্রয়োজনে যেকোন পজিশনে নিজেকে প্রমান করতে হলে সেটাও করবেন কক্সবাজারের এই ক্রিকেটার। ক্রিকফ্রেঞ্জিকে মমিনুল জানান,

'যে কোন পজিশনে খেলতে প্রস্তুত আমি। যদি প্রয়োজন হয় ওপেন করতে সেটার জন্যও প্রস্তুতি নিয়ে আছি। এই চ্যালেঞ্জটা নেয়ার জন্য মুখিয়ে আছি। যেহেতু টপ অর্ডারে ব্যাট করি, দ্রুত উইকেট হারানোতে অনেকবার আমাকে ইনিংসের শুরু থেকেই খেলতে হয়েছে।'
আসন্ন এশিয়া কাপের জন্য প্রথমে এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হয়নি মমিনুল হকের। কিন্তু পরবর্তীতে তামিম ইকবাল এবং নাজমুল হোসেন শান্ত ইনজুরির কথা ভেবে ১৬তম ক্রিকেটার হিসেবে তাকে স্কোয়াডে রাখেন নির্বাচকরা।
এর মধ্যে দিয়ে তিন বছর পর ওয়ানডে দলে ফিরেছেন মমিনুল। এখন দেখার বিষয় সুযোগ পেলে সেটাকে কাজে লাগিয়ে অবশ্যই ওয়ানডে দলে জায়গা পাকা করতে চাইবেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড:
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, মমিনুল হক।