ফিট-আনফিট ইস্যুতে দ্বিধাদ্বন্দ্বে বাংলাদেশ

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
এশিয়া কাপের আগে জাতীয় দলের ক্রিকেটারদের ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় আছে টাইগার টিম ম্যানেজম্যান্ট। তবে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আশাবাদী এশিয়া কাপের আগেই সবাই ফিট হয়ে উঠবেন।
ইনজুরিকে খেলার অংশ হিসেবেই মনে করছেন তিনি। এছাড়াও ফিজিওর রিপোর্ট থেকে কোন বাজে খবর আসেনি বলেও জানান নান্নু।
তবে ফিজিওর রিপোর্ট বলছে ইনজুরিতে থাকা ক্রিকেটাররা সবাই ফিট। আবার সাকিব আল হাসান বলছেন, ইনজুরি থাকলেও এশিয়া কাপ খেলতে প্রস্তুত সে।
এমন অবস্থায় ক্রিকেটারদের ফিট-আনফিট ইস্যুটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে পুরো বাংলাদেশ। শুক্রবার সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন সবাই ইনজুরি থেকে ধীরে ধীরে সেরে উঠছেন। নান্নু বলেন,

'আমাদের পুরো দল নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে। এটা খেলার অংশ, ইনজুরি আসতেই পারে। আমাদের ফিজিও'র রিপোর্টে তেমন কোন বাজে খবর নেই। ওদের রিকভারি হচ্ছে। সেই হিসেবে আমরা ভালোই আত্মবিশ্বাসী, আশা করি টুর্নামেন্টে আমরা ভালো করব।'
সাকিব আল হাসান এশিয়া কাপ শেষে অস্ত্রোপচার করাবেন। ইনজুরি নিয়েও দেশের জন্য আরেকটি সিরিজ খেলবেন কয়েকদিন আগেই জনাইয়েছেন। তবে নান্নু বললেন ভিন্ন কথা, ফিজিও তথ্য দিয়েছেন ম্যাচ খেলার জন্য শতভাগ ফিট বিশ্বসেরা অলরাউন্ডার।
'ফিজিও'র কাছ থেকে এমন কোন রিপোর্ট পাই নি। কথা বাইরে কি হচ্ছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ না। ফিজিও যেহেতু বলছে শতভাগ ফিট আছে তাহলে কোন সমস্যা হওয়ার কথা না। খেলার মধ্যে ফিট থাকলে ... (বাকিটা ক্লিয়ার না)।'
আর সাকিবকে মাথায় রেখে টাইগার দল এশিয়া কাপের জন্য অনুশীলন করছে বলেও নিশ্চিত করেন জাতীয় দলের এই প্রধান নির্বাচক। নান্নুর ভাষায়,
'অবশ্যই, সাকিবকে নিয়েই টিম ম্যানেজমেন্ট পরিকল্পনা করছে। এই জন্যই তো দলে আছে সে।'
অন্যদিকে তামিম ইকবাল এবং নাজমূল হোসেন শান্তর ইনজুরি নিয়েও কথা বলেন নান্নু। জানিয়েছেন, ফিজিও নিশ্চিত করেছেন তারা ফিট আছেন।
তারপরও শান্ত যদি শেষ পর্যন্ত ফিট না হয়ে উঠতে পারেন সেজন্য ব্যাক আপ ক্রিকেটার হিসেবে মমিনুল হককে দলে রাখা হয়েছে বলেও জানান তিনি। তিনি জানান,
'ইনজুরি না এটা, ফিজিও বলছে সব ঠিক আছে। আমরা একজন ব্যাক আপ প্লেয়ার দিয়ে রাখলাম, এই যাহ। ইন কেইস শান্তর হাতের ব্যথা রিকভারি করার পর যদি আবার ব্যথা বাড়ে সেই চিন্তা থেকে মমিনুলকে নেয়া। যাতে সামনে কোন সমস্যা হলে আমাদের ব্যাকআপ থাকে।'