promotional_ad

রশিদ খান নয়, মাশরাফির ভাবনায় শ্রীলঙ্কা

মাশরাফি বিন মর্তুজা
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আফগানিস্তানের বিপক্ষে গত টি টুয়েন্টি সিরিজে এক রশিদ খানের কাছেই ধরাশায়ী হতে হয়েছিল বাংলাদেশের ব্যাটসম্যানদের। তিন ম্যাচের টি টুয়েন্টি সিরিজে একাই ৮ উইকেট শিকার করে সিরিজ সেরাও নির্বাচিত হয়েছিলেন এই লেগি। 


এশিয়া কাপে আবারও সেই রশিদের সামনে পড়তে হচ্ছে সাকিব তামিমদের।  আর এবার তাঁর বিপক্ষে কেমন খেলবে টাইগার ব্যাটসম্যানেরা? এই প্রশ্নই এখন সকল ক্রিকেট ভক্তের মুখে মুখে। কিন্তু বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এই নিয়ে খুব একটা চিন্তিত নন। তাঁর মতে ফরম্যাট ভিন্ন হওয়ার কারণেই রশিদকে সামলানো খুব একটা কঠিন হবে না দলের জন্য। সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন,  



promotional_ad

'রশিদ খান অবশ্যই বিশ্বমানের লেগ স্পিনার, বিশেষ করে এই দুই ফরম্যাটে। একটা ইতিবাচক দিক হচ্ছে, টি-টুয়েন্টিতে শর্টস খেলার চাপ থাকে, ওয়ানডেতে সেটা থাকে না। ব্যাটসম্যানরা ওয়ানডেতে দুই-তিন ওভার সময় পাবে তাঁকে দেখে খেলার।'


যদিও এই লেগিকে নিয়ে নয়, বরং মাশরাফি বেশি চিন্তা করছেন শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচটি নিয়ে। প্রথম ম্যাচে জয় পেলেই রশিদ, নবি, মুজিবদের সামলানো ব্যাপার হবে না উল্লেখ করে টাইগার অধিনায়ক জানিয়েছেন,  


'রশিদ খানের আগে আমাদের শ্রীলঙ্কার স্পিন, পেস বোলিং হ্যান্ডেল করা বেশি জরুরী। আমরা যদি প্রথম ম্যাচ জিততে পারি তাহলে যেই আত্মবিশ্বাসটা পাব সেটা দিয়ে রশিদ, মুজিব, নবিদের হ্যান্ডেল করা অনেকটাই সহজ হয়ে যাবে। আর শ্রীলঙ্কার সাথে যদি খারাপ হয় তাহলে সেটা দুই গুণ বেশি কষ্ট হবে। প্রথম ম্যাচটা আমাদের জন্য অনেক কিছুই সেট করে দিবে।' 



রশিদ খানকে সামলানোর একটি উপায়ও অবশ্য বাতলে দিয়েছেন মাশরা??ি। জানিয়েছেন তাঁর  বিপক্ষে খেলতে নামার আগে দলের সব ব্যাটসম্যানকেই মানসিক দিক থেকে শক্ত থাকতে হবে এবং তাঁর বোলিং পড়ার চেষ্টা করতে হবে,  


'তাঁকে বুঝে উঠতে পারা খুব জরুরী। গুগলি বা লেগ স্পিন যেটা আছে সেটা বুঝতে পারতে হবে। যারা বুঝতে পারে তাদের সমস্যা হবে না। আর রশিদ খানকে খেলতে সারা বিশ্বের সব ব্যাটসম্যানদেরই সমস্যা হচ্ছে। এখানে মানসিকভাবে কিছুটা শক্ত হলে বাড়তি সুবিধা পাওয়া যাবে', বলছিলেন মাশরাফি।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball