মাইলফলকের সামনেও নির্বিকার মাশরাফি

ছবি: ছবি - ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেস্পন্ডেন্ট ||
প্রথম বাংলাদেশী বোলার হিসেবে ওয়ানডেতে ২৫০ উইকেট শিকারের সুযোগ হাতছানি দিচ্ছে টাইগার কাপ্তান মাশরাফি বিন মুর্তোজার সামনে। সেই সঙ্গে কপিল দেব-শোয়েব আখতারদের ক্লাবে যোগ দেয়ারও সুযোগ রয়েছে তার।
আর আসন্ন এশিয়া কাপেই এই মাইলফলক স্পর্শ করে ফেলতে পারেন এই টাইগার কাপ্তান। ওয়ানডে ক্যারিয়ারে ২৪৫ উইকেট নেয়া মাশরাফি অবশ্য ব্যাক্তিগত লক্ষ্য নিয়ে চিন্তা করেন না।

তার লক্ষ্য দলের জন্য অবদান রাখার। সামর্থ্যের সবটুকু দিয়ে দিতে চান টিনি। সেই সঙ্গে টুর্নামেন্টের শুরুতে এসব কিছু নিয়ে ভাবতেও চাননা টাইগার কাপ্তান। সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন
'আমার নিজের কোন লক্ষ্য থাকে না। ওয়েস্ট ইন্ডিজও যাই নি, এখানেও যাবো না। কখনো এমন লক্ষ্য নিয়ে যাই না। আমি চেষ্টা করব অবদান রাখার, যতটুক পারি।
এটা খারাপও হতে পারে ভালোও হতে পারে। এটা নিয়ে আসলে এত মাথা ব্যথা নেই। আর টুর্নামেন্টের শুরুতে তো থাকেই না।'
এদিকে মাশরাফির সঙ্গে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানেরও সুযোগ রয়েছে এশিয়া কাপ দিয়ে ২৫০ উইকেট শিকারের ক্লাবে প্রবেশ করার। ২৩৭ উইকেট নেয়া সাকিবের চেয়ে অবশ্য অনেকখানিই এগিয়ে ম্যাশ।
এখন পর্যন্ত ১৯০টি ওয়ানডে ম্যাচে ৪.৭৮ ইকোনমি রেটে ২৪৫ শিকার করেছেন মাশরাফি। যেখানে তার সর্বোচ্চ বোলিং ফিগার ২৬ রান দিয়ে ৬ উইকেট।