promotional_ad

সাকিব 'অতটুকু' সুস্থ থাকলেই যথেষ্টঃ মাশরাফি

ছবি-ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বেশ কিছুদিন ধরেই বিসিবিতে তোলপাড় সাকিব আল হাসানের ইনজুরি ইস্যু নিয়ে। সাকিব বলছেন তিনি শতভাগ ফিট নন, ২০-৩০ শতাংশ ফিট হয়েই খেলবেন এশিয়া কাপে।


আর সামনের জিম্বাবুয়ে সফরের সময়ে করাবেন আঙুলের অপারেশন। তাহলে ইনজুরি আক্রান্ত সাকিবকে নিয়ে কি এশিয়া কাপে পরিকল্পনা করা ঠিক হবে? অধিনায়ক মাশরাফি বলছেন, অপারেশন করার সিদ্ধান্ত সাকিবের। তবে সাকিবের এমন ফিটনেসও প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর, মনে করিয়ে দিচ্ছেন তিনি।



promotional_ad

'শেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিব যেভাবে খেলেছে, সেই হিসেবে সাকিবই সবচেয়ে ভালো বলতে পারবে সে কেমন আছে। সবমিলিয়ে যদি আপনি সাকিবের পারফর্মেন্স দেখেন, তাহলে বলতে হবে আমাদের জয়ের জন্য তার পারফর্মেন্স অনেক বড় ভূমিকা পালন করেছে। 


'আমার কাছে মনে হয় ও অতটুকু সুস্থ থাকলে সেটা দলের জন্য যথেষ্ট। তবে সিদ্ধান্তটা সাকিবের। এখানে কারো কোন হাত নেই। সিদ্ধান্ত নেয়ার পর এখানে অজুহাতের কোন জায়গা থাকার কথা না। সে যখন খেলবে তখন শতভাগ দিয়েই খেলবে।' 


এদিকে দল নিয়েও বিতর্ক সৃষ্টি করতে নারাজ মাশরাফি বিন মর্তুজা। দলে তিনি যেমন কম্বিনেশন চান, এই মুহূর্তেও তেমন কম্বিনেশন আছে, মনে করছেন তিনি। সাংবাদিক সম্মেলনে অধিনায়ক আরও জানান, 



'টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে অযথা বিতর্ক সৃষ্টি করার কোন মানে হয় না। আমাদের যেই দল আছে সেই দল নিয়েই আমরা ভালো খেলতে পারি, এতটুক বিশ্বাস নিয়ে যাওয়া জরুরী। আশা করি যারা আছে তাঁরা যথেষ্ট ভালো প্লেয়ার, এশিয়া কাপে ভালো করার জন্য।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball