শুরুটা ভালো হওয়া চাইঃ মাশরাফি

ছবি: ছবি - ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দলীয় ভাবে এখন পর্যন্ত বর্তমান বাংলাদেশ দলের আরিমাতেের কন্ডিশনে খেলা হয়নি। তাই আসন্ন এশিয়া কাপ আগের দুই আসরের তুলনায় কঠিন হবে বলে মনে করেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তোজা।
তবে বাংলাদেশ দল নিজেদেরকে এমন অনেক জায়গায় প্রমান করেছে যেখানে তাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন ছিল। আবার অনেক ভালো খারাপের মধ্য দিয়েও আমরা সফল হয়েছে সাকিব-মাশরাফিরা।
যেকারণে আসন্ন এশিয়া কাপ নিয়ে বেশী চিন্তা করতে নারাজ টাইগার কাপ্তান। শ্রীলংকার বিপক্ষে ম্যাচে জয় দিয়েই এশিয়া কাপ মিশন শুরু করতে চায় তার দল। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসে মাশরাফি বলেন,

'আগে যেই টুর্নামেন্ট খেলেছি সেগুলোও কঠিন ছিল। এবারো অবশ্যই কঠিন থাকবে, সিচুয়েশন অবশ্যই কঠিন হবে। আর সেখানে (আরব আমিরাতে) আমরা দল হিসেবে খেলি নি, এটাও একটা পয়েন্ট।
অনেক জায়গা আমরা সফল হয়েছি যেখানে আমাদের সামর্থ্যে অনেক প্রশ্ন ছিল। এমন অনেক ভালো খারাপের মধ্য দিয়েও আমরা সফল হয়েছি। এগুলো আসলে আমার কাছে খুব বড় ইস্যু মনে হয় না। ইস্যু হচ্ছে, আমরা শুরুটা কেমন করছি, আমরা শ্রীলঙ্কার সাথে কেমন খেলছি। আমার কাছে হয় আসন্ন ১৫ তারিখটা খুবই গুরুত্বপূর্ণ।'
এছাড়াও মাশরাফি মনে করেন এশিয়া কাপ জেতার মত সামর্থ্য আছে তার দলের। তবে এখানে সবকিছু বিবেচনা করলে বাংলাদেশের চেয়েও ভালো দল আছে বলেও জানান এই টাইগার কাপ্তান। মাশরাফি আরও বলেন,
'একই কথা বার বার আসছে। আসলে আমরা কতটুকু প্রস্তুত আছি টুর্নামেন্টটা জেতার জন্য, আপনারা অনেকে টুর্নামেন্ট জেতার কথা বলছেন। আমি আবার এই টাইপ না, আমি এই ধরনের কথা বলতে চাই না।
আমি মনে করি আমাদের সামর্থ্য আছে। বাকি দল গুলোর সাথে যদি তুলনা করেন, কন্ডিশন, উইকেট ও কিছু টুকটাক ব্যাপার থাকে...রিস্ট স্পিনাররা কেমন ফর্মে আছে। সব কিছু মিলিয়ে আমাদের থেকে বেটার টিম আছে এই টুর্নামেন্টে।
তবে বাকি দলের সাথে খুব বেশি পার্থক্য আছে বলে মনে হয় না। সেই পার্থক্যটা আমরা ভালো ক্রিকেট খেলে পূরণ করতে পারি, আমার কাছে সব কিছুই সম্ভব মনে হয়। সবকিছুর আগে নির্ভর করছে আমরা প্রথম ম্যাচটা ভালো খেলে জিততে পারি কিনা।'