এশিয়া কাপে স্পিন কাজে দিবে নাঃ রফিক

ছবি: ছবি - ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
কিছুদিন পরেই আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ। সেখানকার উইকেট নিয়ে চিন্তিত বাংলাদেশসহ প্রায় সবগুলো দলই। কেননা উপমহাদেশের উইকেট থেকে সেখানকার উইকেট অনেকটাই আলাদা।
বিশেষ করে স্পিনারদের জন্য আরব আমিরাতের উইকেট খুব বেশী কার্যকরী নয়। একারণে স্পিনারদের প্রতি ভরসা করে কোন দলের এশিয়া কাপ খেলতে যাওয়া উচিত নয় বলে মনে করছেন সাবেক টাইগার স্পিনার মোহাম্মদ রফিক।

'এশিয়ার সবগুলো দলেই স্পিনাররা বেশ গুরুত্বপূর্ণ। তবে এশিয়া কাপে তারা বেশ কঠিন সময় পার করবে বলে মনে হচ্ছে। আরব আমিরাতে স্পিনারদের উপরে ভরসা করে মাঠে নামা যে কোন দলের জন্যই ভুল সিদ্ধান্ত হতে পারে।'
সাকিব আল হাসান, যুবেন্দ্র চাহাল, শাদাব খান বা রশিদ খানদের সেখানে ভাল করতে হলে ভিন্নভাবে পরিকল্পনা করতে হবে বলে মনে করছেন সাবেক এই টাইগার ক্রিকেটার। মিডিয়াকে জানান,
'যেকোনো বিভাগের উপরেই দলের ভরসা করা উচিত। আরব আমিরাতের উইকেট স্পিন সহায়ক নয়। আবুধাবি এবং দুবাইয়ের উইকেট এশিয়ার অন্য কোন উইকেটের মত নয়। সেখানে স্পিনারদের সাফল্য পেতে হলে ভিন্নভাবে ভাবতে হবে।'
শেষে বাংলাদেশী স্পিনারদের নিয়ে তিনি জানান, 'অন্য দেশের স্পিনারদের মত বাংলাদেশের স্পিনারদেরও কঠিন সময় পার করতে হতে পারে। তবে তারা ভাল বল করতে পারলে, আসরে তারা অনেক বেশী শক্তিশালী দল।'