বুট জোড়া তুলে রাখলেন আরপি সিং

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ভারতরের পেসার রুদ্র প্রতাব সিং। মঙ্গলবার ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দেন এই বাঁহাতি পেসার।
৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক ক্রিকেটে ১৩তম বছরে পা দিয়েছিলেন আরপি। আর এদিনই ক্রিকেটকে বিদায় জানানোর জন্য সঠিক দিন হিসেবে বেঁছে নেন তিনি। তিনি বলেন,

‘আজ আমি আমার বুট জোড়া তুলে রাখছি। আমার এই পথচলায় যারা আমাকে সমর্থন দিয়েছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ।’
২০০৫ সাল থেকে ২০১১ পর্যন্ত ভারতের হয়ে তিন ফরম্যাটের ক্রিকেটে ৮২টি ম্যাচ খেলেছেন এই বাঁহাতি। ২০১১ সালে দল থেকে বাদ পরার পর আর জাতীয় দলে ফেরা হয়নি তার।
২০০৬ সালে ফয়সালাবাদে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেকে হয় তার। আর সেই ম্যাচে দুর্দান্ত বোলিং করে ম্যাচ সেরা হয়েছিলেন আরপি সিং। এমনকি পরের বছর লর্ডস টেস্টে পাঁচ উইকেট নিয়ে অনার্স বোর্ডে নাম লেখান তিনি।
২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় আরপি সিংয়ের। ২০১১ সালে কার্ডিফে ভারতের হয়ে শেষবার ওয়ানডে খেলেছিলেন তিনি।
২০০৭ সালে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন এই বাঁহাতি পেসার। দেশের হয়ে তিন ফরম্যাটে মোট ১২৪টি উইকেট শিকার করেছেন তিনি।