promotional_ad

জয় দিয়েই সিপিএল মিশন শেষ করলেন মাহমুদুল্লাহ

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস, ফেসবুক
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের ২৬তম ম্যাচে বার্বাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে ২ উইকেটের দারুণ একটি জয় পেয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।  আর এরই সাথে টানা দুই ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসলো তারা।


গত ২রা সেপ্টেম্বর জ্যামাইকা তালাওয়াসের বিপক্ষেও জয়ের দেখা পেয়েছিল প্যাট্রিয়টসরা।  সেই ম্যাচে ব্যাট হাতে জয়ের নায়ক ছিলেন টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ। ১১ বলে ২৮ রান করে বিজয়ীর বেশে মাঠ ছেড়েছিলেন তিনি।


তবে বার্বাডোজের বিপক্ষে ওয়ার্নার পার্কের মাঠে এই ম্যাচে তেমন কারিশমা দেখাতে পারেননি রিয়াদ। ব্যাটিং করতে নেমে ১৯ বলে ১৫ রান করার পাশাপাশি ৪ ওভার বোলিং করে ৩৫ রান খরচায় নিয়েছেন ১টি উইকেট। প্যাট্রিয়টসদের জয়ের পেছনে এদিন অবশ্য মুখ্য ভূমিকা পালন করেছেন ক্যারিবিয়ান ডান হাতি ব্যাটসম্যান ফ্যাবিয়ান অ্যালেন। 


বার্বাডোজের ছুঁড়ে দেয়া ১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৩৪ বলে ৬৪ রানের ঝড়ো একটি ইনিংস খেলেছেন তিনি। যেখানে ছিল ৪টি ছয় এবং ৬টি চার। এছাড়াও অধিনায়ক ক্রিস গেইল ১৮ বলে ২২ এবং এভিন লুইস ১৩ বলে ১৯ রান করেন। বার্বাডোজের পক্ষে পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান ৩৭ রান খরচায় ৩টি উইকেট শিকার করেছেন। অপরদিকে ইমরান খান ২টি এবং জ্যাসন হোল্ডার ১টি করে উইকেট পেয়েছেন। 


এর আগে এই ম্যাচের শুরুতে টসে জিতে বার্বাডোজকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন প্যাট্রিয়টস অধিনায়ক ক্রিস গেইল। পরবর্তীতে ব্যাটিং করতে নেমে ব্যাটসম্যানদের সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত ২০ ওভারে ১৬৮ রান সংগ্রহ করে বার্বাডোজ। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ বলে ৪৪ রানের ইনিংস খেলেন উইকেট রক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরান।


শেষের দিকে মাত্র ১১ বলে ৩০ রানের একটি ক্যামিও ইনিংস উপহার দিয়েছেন অধিনায়ক জ্যাসন হোল্ডার। ৩টি ছয় এবং ২টি চারের মাধ্যমে এই রান করেন তিনি। এছাড়াও ২৮ বলে ৩৮ রান এসেছে জাতীয় দলের আরেক ব্যাটসম্যান রস্টন চেজের ব্যাট থেকে। ওপেনার ডোয়াইন স্মিথও খুব বেশি খারাপ খেলেননি। ২৫ বলে ২৬ রান করেছিলেন এই ডানহাতি। 



promotional_ad

এদিকে সেন্ট কিটসের হয়ে সবথেকে সফল বোলার ছিলেন দক্ষিণ আফ্রিকান চায়নাম্যান বোলার তাবরাইজ সামসি। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৬ রানে ২ উইকেট শিকার করেছেন তিনি।  এছাড়াও আলজারি জোসেফ এবং মাহমুদুল্লাহ নিয়েছেন ১টি করে উইকেট।


উল্লেখ্য চলতি মাসের ১৫ তারিখ থেকে অনুষ্ঠিতব্য এশিয়া কাপকে সামনে রেখে আগামী ৭ই সেপ্টেম্বরের মধ্যে দেশে ফেরার কথা টাইগার অলরাউন্ডার রিয়াদের। সুতরাং বলা যায় এবারের সিপিএলে বার্বাডোজের বিপক্ষে এই ম্যাচটিই তাঁর সর্বশেষ ছিল। 


সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস একাদশ-


ক্রিস গেইল (অধিনায়ক), এভিন লুইস, রাসি ভ্যান ডার ডুসেন, অ্যান্টন ডেভচিচ,মাহমুদুল্লাহ রিয়াদ, ইবরাহিম খলিল (উইকেটরক্ষক), ফ্যাবিয়েন অ্যালেন, বেন কাটিং, আলজারি জোসেফ, জেরিমিয়া লুইস, তাবরাইজ সামসি।


 বার্বাডোজ ট্রাইডেন্টস একাদশ- 


ডোয়াইন স্মিথ, সানি সোহাল, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), হাশিম আমলা, শাই হোপ, রস্টন চেজ, জ্যাসন হোল্ডার (অধিনায়ক) ডমিনিক ড্রেকস, ইমরান খান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ ইরফান। 


সংক্ষিপ্ত স্কোর- 



বার্বাডোজ ট্রাইডেন্টস- ১৬৮/৫ (২০ ওভার) (পুরান- ৪৪, চেজ- ৩৮*) (সামসি-২/১৬, মাহমুদুল্লাহ- ১/৩৫)


সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস- ১৬৯/৮ (১৯.৪ ওভার) (অ্যালেন- ৬৪*, গেইল- ২২) (ইরফান-৩/৩৭, ইমরান-২/১৯)


ফলাফল- সেন্ট কিটস ২ উইকেটে জয়ী (২ বল হাতে রেখে) 


ম্যাচ সেরা- ফ্যাবিয়েন অ্যালেন


টস- সেন্ট কিটস (ফিল্ডিং)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball