বাংলাদেশের বিপক্ষে নেই ধনঞ্জয়া, চান্দিমালকে নিয়ে শঙ্কা

ছবি: অকিলা ধনঞ্জয়া

|| ডেস্ক রিপোর্ট ||
কদিন আগেই এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। এরই মধ্যে স্কোয়াড নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে লঙ্কান নির্বাচকদের কপালে। কারণ দলে বেশ কয়েকজনের ইনজুরির সমস্যা রয়েছে।
এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে খেলা হচ্ছে না অকিলা ধঞ্জয়ার। আর শুরুর দিকে অনিশ্চিত উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ চান্দিমালও। এশিয়ার ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের উদ্বোধনী ম্যাচে ১৫ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা দল।

আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ আফগানিস্তান ক্রিকেট দল। মূলত সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপের প্রথম দুই ম্যাচ খেলবেন না অকিলা ধনঞ্জয়া।
আর লঙ্কান প্রিমিয়ার লীগের একটি ম্যাচে আঙ্গুলের ইনজুরিতে পড়েছেন চান্দিমাল। ফলে তার এশিয়া কাপের শুরু থেকে খেলা নিয়ে বড় শঙ্কা রয়েছে। চান্দিমালের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নেয়া হলেও বদলি নেয়া হচ্ছে অকিলার।
তার বদলে ডাকা হয়েছে অফস্পিনার দিলরুয়ান পেরেরাকে। এদিকে প্রাথমিকভাবে এশিয়া কাপের স্কোয়াডে ডাক না পেলেও ভাগ্য খুলছে নিরোশান ডিকওয়েলার। তিনি এশিয়া কাপের দলে ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে সুযোগ পেতে যাচ্ছেন।
শ্রীলঙ্কা স্কোয়াড: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), কুসল পেরেরা, কুসল মেন্ডিস, উপুল থারাঙ্গা, দিনেশ চান্দিমাল, দানুশকা গুনাথিলাকা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনঞ্জয়া, দিলরুয়ান পেরেরা, আমিলা আপোনসো, কাসুন রাজিথা, সুরঙ্গা লাকমল, দুশমান্থ চামিরা, লাসিথ মালিঙ্গা ও দিলরুয়ান পেরেরা।