promotional_ad

কিউরেটরদের কোচ অ্যান্ডি অ্যাটকিনসন

অ্যান্ডি অ্যাটকিনসনের ক্লাসে কিউরেটররা
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


ক্রিকেটে প্রায় প্রতিটি স্কিলে উন্নতি করতে বিশেষজ্ঞ কোচের শরণাপন্ন হতে দেখা যায় ক্রিকেট কর্তাদের। কিন্তু ক্রিকেট মাঠ দেখাশোনা করার ক্ষেত্রে কিউরেটরদের কোন বিশেষ প্রশিক্ষণের কোন বালাই নেই। বাংলাদেশের প্রেক্ষাপটে কথাটা আরও সত্য। 


ঢাকা, চট্রগ্রামে মাঠের পরিচর্যা কিছুটা আন্তর্জাতিক মানের হলেও দেশের বাকি অংশে কি হচ্ছে তার কোন খোঁজখবর নেই। বাংলাদেশ সফরে এসে আইসিসির চিফ পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাটকিনসন কিউরেটরদের স্কিল বাড়ানোর কাজটাই করছেন।


'এত বছর ধরে আমি ক্রিকেটের সাথে জড়িত... সবসময় ছেলে মেয়েদের কোচিং করানো হয়, আম্পায়ার-ম্যাচ রেফারিদেরও কোচিং করানো হয়। প্রায় সবাইকেই কোচিং করানো হয়, যারা চা-নাস্তা তৈরি করে তাদেরও কোচিং করানো হয়। কিন্তু তাঁরা কখনই গ্রাউন্ডসম্যানদের কোচিং করায় না। আমরা এখন সেটাই করছি।,' বলেছেন অ্যান্ডি অ্যাটকিনসন।  



promotional_ad

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও ভারত সফর শেষে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এই ইংলিশ ম্যান। বাংলাদেশের সকল কিউরেটরদের নিয়ে পাঠশালা খুলে বসেছেন সারা বিশ্বের ক্রিকেট মাঠ সম্পর্কে বিস্তর জ্ঞান রাখা অ্যান্ডি অ্যাটকিনসন। 


মিরপুরে একদিকে এশিয়া কাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের অনুশীলন চলছিল, অন্যদিকে উইকেট ও মাঠ পরিচর্যার নিয়ে বিস্তর আলোচনা চালিয়ে যেতে দেখা যায় অ্যাটকিনসনকে।দোভাষীর মাধ্যমে দেশের সকল কিউরেটরদের মাঠ দেখাশোনা করার বিষয়ে খুঁটিনাটি বার্তা পৌঁছে দিচ্ছিলেন এই বর্ষীয়ান আইসিসি কর্তা।  


'আমরা মূলত কিউরেটরদের নিয়ে হাই লেভেল কিউরেটর ওয়ার্কশপ চালাচ্ছি, দেশের সকল কিউরেটসদের নিয়ে। এটা একধরনের ট্রেনিং প্রোগ্রাম। আমরা কিউরেটরদের নিয়ে যা যা করা দরকার তা নিয়ে কাজ করছি। 


'রোলিং, উইকেটে পানি দেয়া... এইসব নিয়ে কথা হচ্ছে। বিষয় গুলো আপনাদের জন্য খুব একটা মজার মনে হবে না কিন্তু আমাদের জন্য কাজটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা উইকেট প্রস্তুত করার সম্পূর্ণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবো, ক্রিকেট মাঠ দেখাশোনা করার সকল বিষয় গুলো নিয়ে কাজ করব।' 



আইসিসির হয়ে ক্রিকেট বিশ্বের প্রায় প্রতিটি দেশের কিউরেটরদের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেদিক থেকে বাংলাদেশি কিউরেটররা স্কিলে পিছিয়ে থাকলেও কঠোর পরিশ্রমের দিক থেকে যথেষ্ট এগিয়ে।


'খুবই ভালো, কাজের ক্ষেত্রে তাঁরা খুবই কঠোর পরিশ্রমী। তাঁরা খুবই সহযোগিতা পরায়ণ। তাদের সাথে কাজ করার সময় কোন সমস্যা হয় নি। এখানে টুর্নামেন্টের সময় অনেক চাপ থাকে, এখানকার কিউরেটররা প্রায় প্রতিদিন কাজ করতে হয়। আমরা সবসময় ভালো সম্পর্ক বজায় রাখি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball