বোলিংয়ে কবজির সদ্ব্যবহার করতে চান রনি

ছবি: আবু হায়দার রনি, ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সোমবার ম্যাচের বিভিন্ন পরিস্থিতি নির্ধারণ করে অনুশীলন চালিয়েছে এশিয়া কাপের স্কোয়াডে থাকা ১৫ টাইগার ক্রিকেটার। এশিয়া কাপের আগে এভাবে অনুশীলন করাতে যথেষ্ট উপকৃত হয়েছে বোলার এবং ব্যাটসম্যান সকলেই।
জাতীয় দলের পেস তারকা আবু হায়দার রনিও বেশ সন্তুষ্ট ভিন্নভাবে অনুশীলন করতে পারায়। তাঁর মতে নিজেদের স্কিল বৃদ্ধই করতে যথেষ্ট সহায়তা করবে এমন অনুশীলন। সাংবাদিকদের সাথে আলাপকালে এই প্রসঙ্গে রনি বলেন,

'এটি অনেক ভালো একটি অনুশীলন হয়েছে। কেননা দেখা যায় এই পরিস্থিতিগুলো ম্যাচে অনেক সময়েই আসে। দেখা যায় ১ ওভারে আপনার ৭ কিংবা ৯ রান দরকার হয়। তখন সেই পরিস্থিতি মোকাবেলা করতে হয়। আর ব্যাটসম্যানদের ক্ষেত্রেও এটি একটি চ্যালেঞ্জের কাজ যে ১ ওভারে কিভাবে ৯-১০ রান নিব আমরা। এই অনুশীলনটি যদি আমরা করি তাহলে আমাদের আত্মবিশ্বাসের লেভেলটি বেড়ে যাবে আর আমাদের মাথায় আসবে যে এই পরিস্থিতি কিভাবে সামলাতে হবে।'
সোমবার অনুশীলনে ১ ওভারে ৯ রান প্রয়োজন এরূপ পরিস্থিতি নির্ধারণ করে বোলিং করেছিলেন আবু হায়দার রনি। সেই ওভারে মাত্র ৫ রান প্রদান করেন তিনি। সুতরাং নিজের পারফর্মেন্সে বেশ সন্তুষ্টই এই পেসার বলে জানালেন,
'ধরেন আমি কালকে একটি ওভার করেছি যখন ৬ বলে ৯ রান আটকাতে হবে। দেখা গেল প্রথম ওভারে একটি বাউন্ডারি হয়েছে। এরপর আমি পরিকল্পনা করেছি যে বাকি ৫ রান কিভাবে আটকানো যায়। ঐ সময় দেখা যায় ইয়র্কার গুলো কিভাবে আমি কার্যকর করতে পারবো, মানে পেসের পরিবর্তনের কথা চিন্তা করে বোলিং করা এগুলোই কাল অনুশীলন করেছি।'
বর্তমানে রিষ্ট অর্থাৎ কবজির ব্যবহার কিভাবে সুস্থুভাবে করা যায় সেটি নিয়ে কাজ করছেন আবু হায়দার রনি। এই ব্যাপারে পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সাথে কাজ করার লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি। যদিও ছুটি কাটিয়ে দলের সাথে যোগ দেয়া ওয়ালশের সাথে এখনও কথা হয়নি সেভাবে তাঁদের। তবে দ্রুতই এই বিষয়ে কোচের সাথে আলাপ করা হবে বলে উল্লেখ করেছেন রনি। তিনি জানিয়েছেন,
'আসলে মাষ্টার (ওয়ালশ) তো আজকেই আসলো। তাঁর সাথে এখনো কথা হয়নি আমাদের। এটি নিয়ে সবাই কথা বলছে যে কিভাবে রিষ্ট (কবজি) ব্যবহার করা যায়। নতুন যারা বোলার আছে শরিফুল, খালেদ ওদের উচ্চতা ভালো আছে। ওদেরকে বলা হচ্ছে যে কিভাবে রিষ্ট ব্যবহার করা যায় তেমনটি পারলে বাউন্সটি একটু বেশি হবে। এটি আসলে একটি সুবিধা, সুতরাং এটি নিয়ে সামনে সবাই কাজ করবে।'