টাইগার ক্যাম্পে যোগ দিলেন কোর্টনি ওয়ালশ

ছবি: কোর্টনি ওয়ালশ, ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
এশিয়া কাপকে সামনে রেখে বর্তমানে পুরোদমে চলছে টাইগারদের অনুশীলন। তবে মাশরাফিদের এই অনুশীলনে গতকাল পর্যন্ত ছিলেন না পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।
ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সাথে গিয়ে এতদিন সেখানেই অবস্থান করছিলেন এই ক্যারিবিয়ান। নিজ দেশে ছুটি কাটিয়ে অবশেষে গতকাল সোমবার বাংলাদেশে পা রেখেছেন ওয়ালশ।
একদিন বিশ্রাম নিয়ে আজ থেকে টাইগারদের ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। তবে ওয়ালশের আগেই গতকাল থেকে টাইগারদের অনুশীলন করানো শুরু করেছেন ব্যাটিং পরামর্শক নেইল ম্যাকেঞ্জি। প্রধান কোচ স্টিভ রোডস এবং ম্যাকেঞ্জির অধীনে গতকাল ম্যাচও খেলেছে টাইগাররা।
এদিকে ওয়ালশ, ম্যাকেঞ্জি এবং স্পিন বোলিং কোচ সুনীল যোশি দলের সাথে থাকলেও এখন পর্যন্ত যোগ দেননি ফিল্ডিং কোচ রায়ান কুক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্র থেকে জানা গেছে দুই একদিনের মধ্যেই দেশে এসে পৌঁছুবেন তিনি।
অবশ্য ফিল্ডিং কোচ না আসলেও স্কোয়াডে থাকা ১৫ সদস্যদেরকে নিয়ে অনুশীলন সেশন চালিয়ে যাচ্ছেন ইংলিশ ম্যান স্টিভ রোডস।
এশিয়া কাপে টাইগারদের ১৫ সদস্যের স্কোয়াড-
১। মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক)

২। সাকিব আল হাসান (সহ অধিনায়ক)
৩। তামিম ইকবাল
৪। মোহাম্মদ মিথুন
৫। লিটন কুমার দাস
৬। মুশফিকুর রহিম
৭। আরিফুল হক
৮। মাহমুদুল্লাহ রিয়াদ
৯। মোসাদ্দেক হোসেন সৈকত
১০। নাজমুল হোসেন শান্ত
১১। মেহেদি হাসান মিরাজ
১২। নাজমুল ইসলাম অপু
১৩। রুবেল হোসেন
১৪। মুস্তাফিজুর রহমান
১৫। আবু হায়দার রনি