'এশিয়া কাপে ভালো ব্র্যান্ডের ক্রিকেট খেলবে বাংলাদেশ'
ছবি: বাংলাদেশ দল, ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডটিকে সম্ভাব্য সেরা দল হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
সাবেক এই অধিনায়কের মতে এই দল নিয়েই টাইগাররা দারুণ পারফর্ম করবে আরব আমিরাতের মাঠে। যদিও এশিয়া কাপে খেলা অনেক বড় চ্যালেঞ্জের হবে বলেও বিশ্বাস করছেন তিনি,
'আমরা অবশ্যই আশাবাদী। এটি আমাদের সম্ভাব্য সেরা স্কোয়াড হবে। এশিয়া কাপ একটি বড় ইভেন্ট। এখানে খেলা অনেক বড় চ্যালেঞ্জিং হবে,' বলেছেন প্রধান নির্বাচক।

গত এশিয়া কাপের আসরে রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। দেশের মাটিতে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টের পুরোটা জুড়েই দারুণ পারফর্মেন্স উপহার দিয়েছিল বাংলাদেশ।
এবার ভিন্ন ফরম্যাট এবং কন্ডিশনে খেলা হলেও সেই পারফর্মেন্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারতে সক্ষম হবে মাশরাফিরা বলে বিশ্বাস করেন নান্নু। মরুর দেশে টাইগাররা আরও ভালো ব্র্যান্ডের ক্রিকেট খেলবে জানিয়ে তিনি বলেন,
'তবে আমি বিশ্বাস করি যেহেতু আমরা গত আসরের এশিয়া কাপে ভালো খেলেছি, সুতরাং আমাদের পক্ষে এশিয়া কাপে আরও ভালো ব্র্যান্ডের ক্রিকেট খেলা সম্ভব।'
প্রধান নির্বাচক কথা বলেছেন ক্রিকেটারদের নিয়ম শৃঙ্খলা প্রসঙ্গেও। বর্তমানে শৃঙ্খলা ভঙ্গ করার বিষয়টি যেন অনেকটাই নিয়মে পরিণত হয়েছে কতিপয় ক্রিকেটারদের ক্ষেত্রে।
এই তালিকার সবার ওপরে রয়েছেন নিঃসন্দেহে সাব্বির রহমান। শৃঙ্খলা ইস্যুতে এরই মধ্যে তাঁকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে।
অবশ্য শুধু সাব্বিরই নয়, এই নিয়ম প্রযোজ্য হবে যেকোনো ক্রিকেটারের ক্ষেত্রেই বলে নিশ্চিত করেছেন মিনহাজুল আবেদিন নান্নু। এই প্রসঙ্গে তিনি বলেছেন,
'বিশৃঙ্খলা কখনোই সহ্য করা হবে না। যেহেতু সাব্বিরকে শাস্তি ??েয়া হয়েছে, অন্যান্য ক্রিকেটাররাও এই ক্ষেত্রে নিয়মের বাইরে নয়। যদি তারা বিসিবির কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করে তাহলে অবশ্যই তাদেরকেও শাস্তি পেতে হবে।'